জরুরী কাজগুলো সেরে রাখুন; এই সপ্তাহে টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Published on:

Published on:

Bank Holiday keep urgent matters under control banks will be closed for 3 consecutive days this week

বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহে পরপর তিনদিন দেশের একাধিক রাজ্যে আংশিকভাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা (Holiday)। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে এই ছুটির তালিকা প্রকাশ করা হল। সেই ছুটির তালিকা অনুযায়ী ২৫,২৭ ও ২৮ তারিখ সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

চলতি সপ্তাহে টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা, ব্যাহত হবে লেনদেনের সমস্যা (Bank Holiday)

গোটা অগস্ট মাস জুড়ে চলছে একাধিক উৎসব। এই উৎসবের মরশুমে বেশ কিছুদিন বন্ধ ছিল ব্যাঙ্ক। আবারো এই মাসে চলতি সপ্তাহে পরপর তিনদিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে সম্প্রতি একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে চলতি সপ্তাহের ২৫, ২৭, ২৮ অগস্ট বন্ধ থাকবে একাধিক রাজ্যের সরকারি ও বেসরকারি উভয় ব্যাঙ্ক (Bank Holiday)।

Bank Holiday keep urgent matters under control banks will be closed for 3 consecutive days this week

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে চাপ! উৎসবের মরশুমের আগে সোনার দাম আরও বাড়ল, জানুন আজকের রেট

যদিও, এর আগে রাখি,জন্মাষ্টমী, স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক রাজ্যের ব্যাংক (Bank) বন্ধ ছিল। পাশাপাশি জন্মাষ্টমী উপলক্ষে যে সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ ছিল তা হল- আইজল (মিজোরাম), আমেদাবাদ (গুজরাত), ভোপাল ও রাঁচি (মধ্যপ্রদেশ), চেন্নাই (তামিলনাড়ু), চণ্ডীগড়, গ্যাংটক (সিকিম), দেরাদুন (উত্তরাখণ্ড), হায়দরাবাদ (তেলেঙ্গানা), কানপুর ও লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ), জয়পুর (রাজস্থান), পাটনা (বিহার), শিলং (মেঘালয়), রায়পুর (ছত্তিশগড়), জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ)।

এবার আবার, চলতি সপ্তাহে ব্যাংক (Bank) কর্মীরা পেতে চলেছে বাড়তি ছুটি। এই সপ্তাহের ২৭শে আগস্ট পড়েছে গণেশ চতুর্থ। যেই কারণে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। তেমন এই সপ্তায় রয়েছে আরও দুটি উৎসব। সব মিলিয়ে টানা তিন দিন ছুটি পেতে চলেছেন ব্যাংক কর্মীরা (Bank Holiday)।

সূত্রের খবর,২৫ অগাস্ট গৌহাটি (আসাম)-এ বন্ধ রয়েছে সমস্ত ব্যাঙ্ক। সেখানে পালিত হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি। ২৭ অগাস্ট গণেশ চতুর্থী উপলক্ষ্যে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, হায়দরাবাদ, গোয়া, অন্ধ্রপ্রদেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে ২৮ অগাস্ট ভুবনেশ্বর ও পানাজিতে ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ গণেশ চতুর্থী ২৭ অগাস্ট পালিত হলেও কিছু জায়গায় তা হবে ২৮ অগাস্ট। এই তিনদিন ছুটির (Bank Holiday) আগে আপনারা ব্যাংকের সমস্ত কাজগুলো সেরে রাখুন।