বাংলা হান্ট ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষ্যে বড় অফারের ঘোষণা করল ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)। মহিলাদেরই দেওয়া হবে নতুন অফারের সুবিধা। তাই আপনিও যদি মহিলা হন এবং আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অফ বরোদাতে তাহলে বেশ সুবিধা পেতে চলেছেন আপনি। কী অফার এবং সুবিধা পাবেন তা নীচে দেওয়া হলো।
Bank Of Baroda তাদের মহিলা গ্রাহকদের জন্য তৈরী করেছে নতুন মহিলা শক্তি সেভিংস অ্যাকাউন্ট (Women Empowerment Saving Account)। এরসাথে রয়েছে Women Empowerment Current Account। জনপ্রিয় ব্যাঙ্কটির এই অফারটি চলবে আগামী ৩০ জুন ২০২৪ পর্যন্ত। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই ঋণের সুবিধা মিলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য যে, নতুন এই অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট-এর সুবিধা পাওয়া যাবে।
Bank Of Baroda-র Women Empowerment Savings Account এবং Women Empowerment Current Account-এ মহিলারা বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এক্ষেত্রে টু-হুইলার লোনে ০.২৫% ছাড়, শিক্ষায় ০.১৫% ছাড় পাওয়া যাবে। ব্যক্তিগত ঋণের ওপর থাকছে জিরো প্রসেসিং ফি এবং সেফ ডিপোজিট লকার চার্জে ৫০ শতাংশ ছাড় পেয়ে যাবেন।
আরও পড়ুন : অপেক্ষার আর মাত্র কয়েক মাস, আকাশে উড়বে ভারতের প্রথম ফ্লাইং ট্যাক্সি! ভাড়া কত?
ব্যাঙ্ক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দেবদত্ত চাঁদ এই বিশেষ অফার প্রসঙ্গে জানিয়েছেন, ‘এই আন্তর্জাতিক নারী দিবসে নারী ও নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে আমাদের সমর্থন দিতে পেরে এবং আর্থিক ক্ষমতায়ন ও স্বাধীনতার দিকে তাদের যাত্রা আরও এগিয়ে নিতে পেরে আমরা আনন্দিত।’ এরইসাথে জানিয়ে দিই যে, ব্যাঙ্ক অফ বরোদার থেকে সমস্ত খুচরো ঋণের ওপর ০.২৫% কম সুদ দিতে হবে মহিলা গ্রাহকদের।
আরও পড়ুন : দক্ষিণে ব্যাপক শক্তিবৃদ্ধি বিজেপির, বড় জোটের পথে শাহ-নাড্ডা! হাত কামড়াচ্ছে কংগ্রেস
BoB তাদের এক বয়ানে জানিয়েছে যে, RuPay Platinum Debit Card এ বিনামূল্যে বীমা, ২ লক্ষ টাকা পর্যন্ত Accidental Coverage পাওয়া যাবে। সাথে প্রতি বছর প্রতি ত্রৈমাসিকে ৩০টি চেকের কপি পেয়ে যাবেন মহিলারা। প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত আমানতের ওপর চার্জ মকুব করে দেওয়া হয়েছে।