আবাস যোজনাতেও প্রতারণা, নিশানায় তৃণমূল! নিজের পকেট থেকে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্ক : গতকালই প্রচারে বেরিয়ে একপ্রস্থ বিতর্কে জড়িয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিজেপির (BJP) দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগে রীতিমত অগ্নিমূর্তি ধারণ করেন তিনি। বিষ্ণুপুরের ওসি এবং বিডিওকেও শাসিয়েছেন তিনি। এমনকি স্থানীয় প্রশাসনকে তৃণমুলের (Trinamool Congress) দালাল বলে কটাক্ষও করেন তিনি। আর আজ ফের একবার সৌমিত্রর নিশানায় তৃণমূল।

শনিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর মন্ডল ২ এর মন্ডল সভাপতি সঞ্জয় সিং-র নেতৃত্বে বাঁকাদহ তে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সাথে বুথভিত্তিক সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই বিভিন্ন গ্রাম পরিদর্শন করতে বেরিয়েছিলেন সৌমিত্র। তাকে সামনে পেয়ে গ্রামবাসীরাও ছেঁকে ধরে।

গ্রামবাসীরা নিজের নিজের দুঃখ দুর্দশার কথা জানালেন সৌমিত্রকে। আর এই বেশিরভাগ অভিযোগই শাসকদলের বিরুদ্ধে। কেউ জানালেন, বাড়ির টাকা পাইয়ে দেওয়ার নাম করে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা, কিন্তু এখনও বাড়ি পাননি। তো কেউ বললেন অন্য দুঃখের কথা। সবার সব কথাই শুনলেন সৌমিত্র। একই সাথে এও আশ্বাস দিলেন যে, যার যত টাকা পাওনা আছে তিনি তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

আরও পড়ুন : অপেক্ষার আর মাত্র কয়েক মাস, আকাশে উড়বে ভারতের প্রথম ফ্লাইং ট্যাক্সি! ভাড়া কত?

fb img 1709990974232

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গ্রাম পরিদর্শনের ভিডিও পোস্ট করে সৌমিত্র লেখেন, ‘মা মাটি মানুষের সরকারের লাগামহীন দুর্নীতির শিকার বাংলার অগণিত অসহায় গরিব মানুষ, এদের চোখের জল কি বৃথায় যাবে? অর্থ পিপাসু তোলামূলের নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়স্থল টুকু কেড়ে নিয়েছে, এদের কি বিচার হবে না? এই দুর্নীতির শেষ কোথায়?’

আরও পড়ুন : WhatsApp-এ নবীর অপমান! তরুণকে মৃত্যুদণ্ডের নির্দেশ পাকিস্তানের আদালতের

fb img 1709994288090

তিনি আরও লিখেছেন, ‘আজ বিষ্ণুপুর বিধানসভার বেলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের ত্রিবঙ্গ গ্রামে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা গরিব মানুষদের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেবো বলে কাটমানি নিয়েছে।’ অভিযুক্তদের নামে থানায় এফআইআর করারও কথা বলেছেন তিনি। এখানেই শেষ নয়, এই গরিব মানুষগুলির টাকা ফেরাতে না পারলে তা নিজের পকেট থেকে পরিশোধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সৌমিত্র খাঁ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর