বসন্তেই সূর্যের ‘খেলা শুরু!’ আগামী ২ দিন দক্ষিণবঙ্গে সর্তকতা জারি আবহাওয়া দপ্তরের

বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া ওঠানামা করছে। ভোরের দিকে হঠাৎ করে ঠান্ডা লাগছে, আবার বেলা বাড়ার সাথে সাথে কাঠফাটা রোদ্দুরে পথচলা দায়। শনিবার ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া থাকলেও, যত বেলা গড়িয়েছে ততই তেজ দেখিয়েছে রোদ। গায়ে রোদ লাগলে রীতিমতো শুরু হয়ে যাচ্ছে অস্বস্তি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি আশেপাশে রয়েছে।

আরোও পড়ুন : খরচ সামান্য কটা টাকা, পাবেন ৩৫ দিন কথা বলার সুযোগ! ধামাকা অফার BSNL’র

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ ছিল আজ। হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

weather summer

কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে আগামী কয়েক দিনে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গেও। একই সাথে বৃদ্ধি পাবে গরম। দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। ১২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে কোচবিহারের তাপমাত্রা। আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর