বাংলাহান্ট ডেস্ক : আর হাতেগোনা কয়েকটা দিন পরই শুরু হতে চলেছে ২০২৫। ভালো-মন্দ একাধিক অভিজ্ঞতাকে সঙ্গী করে আমরা প্রায় পার করে ফেলেছি ২০২৪। তবে নতুন বছর শুরুর সাথে সাথেই বদল আসছে একাধিক ক্ষেত্রে। এবার জানা যাচ্ছে, ২০২৫ সাল থেকে পরিবর্তন আসছে ব্যাংক খোলা ও বন্ধের নিয়মেও।
সরকারি হোক বা বেসরকারি, ব্যাংক খোলা ও বন্ধের নিয়ম সমানভাবে কার্যকর হবে প্রতিটি ক্ষেত্রেই। তবে গোটা ভারতে নয়, এই পরিবর্তন প্রযোজ্য হবে শুধুমাত্র মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। বর্তমানে বিভিন্ন ব্যাংকের কর্মকাণ্ড শুরু ও শেষের সময় ভিন্ন। এর ফলে অনেক সময় সমস্যায় পড়তে হয় ব্যাংক গ্রাহকদের।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ব্যাঙ্কের নয়া নিয়ম
তবে এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকার গ্রাহকদের কথা চিন্তা করে নিল বড় সিদ্ধান্ত। ব্যাংকিং পরিষেবাকে আরো উন্নত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। ওয়াকিবহল মহলের ধারণা, রাজ্যস্তরে প্রতিটি ব্যাংকের কাজ শুরু ও শেষের সময় একই রাখতে চাইছে সরকার। বর্তমানে এক একটি ব্যাংকের খোলা ও বন্ধের সময় ভিন্ন।
আরোও পড়ুন : স্বামী-শ্বশুরের হাত ধরে মেয়ের অনুষ্ঠানে রাইসুন্দরী, আরাধ্যার জন্যই এক হলেন অভিষেক-ঐশ্বর্য?
কোনো ব্যাংক খোলে সকাল দশটায়, আবার কোনো ব্যাংকের (Bank) কাজ শুরু হয়ে যায় সকাল সাড়ে নটায়। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কার্যসময় থাকার কারণে সমস্যার সম্মুখীন হন গ্রাহকরা। এই সমস্যা দূরীকরণে মধ্যপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের প্রত্যেকটি ব্যাংক খুলবে সকাল ১০টায়। আবার প্রত্যেকটি ব্যাংক বন্ধ হবে বিকাল ৪ টায়।
মধ্যপ্রদেশের রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটি রাজ্যের ব্যাংকিং পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে এহেন সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হতে চলেছেন। ব্যাংক খোলা ও বন্ধের বিষয়ে স্পষ্ট ধারণা থাকবে গ্রাহকদের। এর ফলে সময় অনুযায়ী ব্যাংকের কাজ সারতে পারবেন গ্রাহকরা।