গোট ডিসেম্বরে অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর মাসে প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকতে চলেছে ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২২ সালের ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসে মোট ১৪ দিন ব্যাংকের পরিষেবা পাবেন না আমজনতা। ব্যাংক বন্ধ থাকলেও, ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা সচল থাকবে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই ১৪ দিন দেশের সমস্ত ব্যাংক কিন্তু বন্ধ থাকবে না। দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে, সমস্ত ব্যাঙ্ক ছুটির দিনগুলিকে চারটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে। রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টস বন্ধের ছুটি তালিকাভুক্ত করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক দেশের কোন প্রান্তে ডিসেম্বর মাসে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে।

পানাজিতে ৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৪ ডিসেম্বর রবিবার ও ১০ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাংক ছুটি। ১১ ডিসেম্বর, রবিবার ব্যাংক বন্ধ। শিলং- এ পা-টোগান নেংমিঞ্জা সাংমা উপলক্ষে ১২ ডিসেম্বর ব্যাংক বন্ধ। ১৮ ডিসেম্বর, রবিবার সারা দেশে ব্যাংকে সাপ্তাহিক ছুটি। গোয়া মুক্তি দিবসে ১৯ ডিসেম্বর গোয়াতে ব্যাংক বন্ধ। ২৪ ডিসেম্বর চতুর্থ শনিবার, ২৫ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি ব্যাংকে।

Banks from all over country closed from 21 to 26 December Know what is reason 644x362 1

ক্রিসমাস উদযাপন, লোসুং, নামসুং-এর কারণে ২৬শে ডিসেম্বর আইজল, গ্যাংটক, শিলং-এ ব্যাংক ছুটি থাকবে। গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে ২৯ ডিসেম্বর চন্ডিগড় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। শিলং – এ ইউ কিয়াং নাংবাহের জন্য ৩০ ডিসেম্বর ব্যাংক বন্ধ। আইজলে নববর্ষের প্রাক্কালে ৩১শে ডিসেম্বর ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়াও, ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচন। নির্বাচনী এলাকা অনুযায়ী ভোটের দিনগুলোতে নির্দিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর