বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই সারাদেশের ব্যাঙ্ক কর্মীরা সরকারের উদ্দেশ্যে সপ্তাহে ৫ দিনের কর্মদিবসের দাবি জানিয়ে আসছেন। এমতাবস্থায়, এবার তাঁরা আগামী ২৭ জানুয়ারি ধর্মঘটের ঘোষণা করেছেন। সকল ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের যৌথ ফোরাম, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) আগামী ২৭ জানুয়ারি, ২০২৬ তারিখে (মঙ্গলবার) সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ঘোষণা করেছে। এই ধর্মঘটের ফলে সরকারি ও বেসরকারি উভয় ব্যাঙ্কের কার্যক্রম প্রভাবিত হবে।
আগামী ২৭ জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike):
গত ৪ জানুয়ারি জারি করা এক সার্কুলারে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC) এই ধর্মঘটের ঘোষণা করে। সার্কুলারে বলা হয়েছে যে, সরকার দীর্ঘদিনের দাবির বিষয়ে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। যদিও, ২০২৪ সালের মার্চ মাসে বেতন সংশোধন চুক্তির সময় এই বিষয়টিতে একমত হয়েছিল। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছিল।

ব্যাঙ্ক কর্মীদের দাবি: জানিয়ে রাখি যে, ব্যাঙ্ক ইউনিয়নগুলি চায় সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্কগুলি খোলা থাকুক এবং সমস্ত শনিবার ছুটি ঘোষণা করা হোক। বর্তমানে, ব্যাঙ্কগুলি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার বন্ধ থাকে। ইউনিয়নগুলি দাবি করেছে যে, মাসের বাকি ২ টি শনিবারও ব্যাঙ্ক বন্ধ রাখতে হবে। কিন্তু, এটি এখনও বাস্তবায়িত হয়নি।
UFBU যুক্তি দিয়েছে যে, ব্যাঙ্ক কর্মীরা ইতিমধ্যেই নমনীয়তা দেখিয়েছেন। ৫ দিনের কর্মসপ্তাহ বাস্তবায়িত হলে তাঁরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতেও সম্মত হয়েছেন। যাতে মোট কর্মদিবসের সংখ্যা হ্রাস না পায়। ইউনিয়নগুলি আরও বলেছে যে RBI থেকে শুরু করে LIC, GIC, স্টক এক্সচেঞ্জ, মানি মার্কেট এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসগুলি ইতিমধ্যেই ৫ দিন কাজ করে। তাহলে কেন ব্যাঙ্কগুলি এক্ষেত্রে ব্যতিক্রম থাকছে সেই প্রশ্নও তোলা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশে নিষিদ্ধ হল IPL সম্প্রচার! বিবৃতির মাধ্যমে কী জানাল ইউনূস সরকার?
জানিয়ে রাখি যে, গত কয়েক মাস ধরে, ব্যাঙ্ক ইউনিয়নগুলি দেশজুড়ে বিক্ষোভ এবং সভা করছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এও একটি বড় প্রচার শুরু হয়েছে। AIBOC-র মতে, এই প্রচারটির ১৮.৮ লক্ষেরও বেশি ইম্প্রেশন মিলেছে এবং ৩ লক্ষেরও বেশি পোস্ট হয়েছে। ইউনিয়নগুলি এটিকে জনসাধারণের সমর্থনের একটি সফল চেষ্টা হিসেবে প্রশংসা করেছে। কিন্তু সরকার কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তোলা হচ্ছে।
আরও পড়ুন: বিতর্কের আবহেই বড় সিদ্ধান্ত! T20 বিশ্বকাপে এই হিন্দু খেলোয়াড়কে দলের অধিনায়ক করল বাংলাদেশ
গ্রাহকদের ওপর এর প্রভাব: উল্লেখ্য যে, আগামী ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট হলে, সেই দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকতে পারে। যার ফলে চেক ক্লিয়ারেন্স থেকে শুরু করে টাকা জমা এবং তোলা, ড্রাফট এবং কাউন্টার পরিষেবা প্রভাবিত হতে পারে। তবে, নেট ব্যাঙ্কিং সহ, মোবাইল ব্যাঙ্কিং UPI এবং ATM পরিষেবা স্বাভাবিক (বা সীমিত) থাকতে পারে। তাই, গ্রাহকদের যেকোনও অসুবিধা এড়াতে ২৭ জানুয়ারি ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।












