বাংলাহান্ট ডেস্ক : অর্ধেকেরও বেশি দিন অতিক্রম হয়ে গেছে আগস্ট মাসের। আগস্ট মাসের শেষ ১০-১২ দিন যদি আপনার ব্যাঙ্কে কাজ থাকে তাহলে এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। চলতি মাসের শেষ ১২ দিনের মধ্যে আট দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক বন্ধ সংক্রান্ত নির্দেশিকা জারি করে আরবিআই।
আরবিআই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে জানিয়ে দেয় কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই মতো রাখি, ওনাম সহ অন্যান্য উৎসব উপলক্ষে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে আগস্ট মাসের বাকি দিনগুলোতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ছুটি সংক্রান্ত নির্দেশিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।
প্রতিমাসে আরবিআইয়ের (Reserve Bank of India) ওয়েবসাইটে প্রকাশিত হয় কবে কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআই এর তালিকা অনুযায়ী আগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক হলিডে রয়েছে। এই ১৪ দিনের মধ্যে রয়েছে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং অন্যান্য উৎসব।
স্থানীয় উৎসব অনুযায়ী এই ছুটিগুলি নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক। ১৪টি ছুটির মধ্যে চলে গিয়েছে ৬টি ছুটি। বাকি আটটি ছুটি আগামী ১২ দিনের মধ্যে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আমাদের দেশে কবে কোথায় ব্যাঙ্ক ছুটি (Bank Holiday) থাকতে চলেছে।
১৮ অগাস্ট – শ্রীমন্ত শংকর দেবের তিথি – গুয়াহাটি
২০ অগাস্ট – সাপ্তাহিক ছুটি রবিবার
২৬ অগাস্ট – সাপ্তাহিক ছুটি (চতুর্থ শনিবার)
২৭ অগাস্ট – সাপ্তাহিক ছুটি রবিবার
২৮ অগাস্ট – ওনাম – কোচি, থিরুঅনন্তপুরম
২৯ অগাস্ট – হিরো ওনাম – কোচি, থিরুঅনন্তপুরম
৩০ অগাস্ট – রাখি – রায়পুর শ্রীনগর
৩১ অগাস্ট – রাখিবন্ধন এবং নারায়ণ গুরুজয়ন্তী – কানপুর, লখনৌ, দেরাদুন এবং দেশের সমস্ত জায়গায়