বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবাকে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত করা হয়। তবে, এবার উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে মাত্র ১৬ দিনের ব্যবধানে এই পরিষেবাই বন্ধ (Bank Holidays) থাকছে ১৩ দিন। মূলত, দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকতে চলেছে। তবে, এই ১৩ দিনের ছুটির মধ্যে অবশ্য শনি, রবিবারের মতো ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) তরফে ঘোষণা করা ছুটির তালিকা থেকে জানা গিয়েছে যে, গত ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই ১৬ দিনের মধ্যে ১৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। পাশাপাশি, আজ অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকছে ৯ দিন।
তবে, একটা স্বস্তির বিষয় হল, একইসঙ্গে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকছে না। অর্থাৎ, বেশ কিছু ছুটি বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে উপলব্ধ রয়েছে। তাই, গ্রাহকদের অবশ্যই ভালোভাবে ছুটির তালিকায় নজর রেখে ব্যাঙ্কিং কাজকর্ম আগেভাগেই সেরে রাখতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কিং সংক্রান্ত অনলাইন পরিষেবা চালু থাকবে। তাই জরুরি কিছু কাজ করার জন্য অনলাইন পরিষেবাকে কাজে লাগাতে পারবেন গ্রাহকেরা। এমতাবস্থায়, চলুন জেনে নিই আগামী দিনে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
আরও পড়ুন: আর মাত্র কিছুদিনের অপেক্ষা! ভারতে লঞ্চ হতে চলেছে সবথেকে সস্তার 5G স্মার্টফোন, চমকে দেবে এটির ফিচার্স
ব্যাঙ্কের ছুটির তালিকা:
১. ১৭ সেপ্টেম্বর, রবিবার: এদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থেকেছে।
২. ১৮ সেপ্টেম্বর, সোমবার: গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থেকেছে।
৩. ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার: গণেশ চতুর্থী উপলক্ষ্যে মূলত মহারাষ্ট্র, কর্ণাটকের মতো কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থেকেছে।
৪. ২০ সেপ্টেম্বর বুধবার: গণেশ চতুর্থী উপলক্ষ্যে মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থেকেছে।
৫. ২২ সেপ্টেম্বর, শুক্রবার: নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে কোচি ও তিরুবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ২৩ সেপ্টেম্বর, মাসের চতুর্থ শনিবার: এদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি, ওই দিনে মহারাজা হরি সিং-এর জন্ম দিবস। যেই কারণেকাশ্মীরে ছুটি থাকছে ব্যাঙ্ক।
৭. ২৪ সেপ্টেম্বর, রবিবার: এদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: অ্যাডভেঞ্চারের নেশা! “স্বর্গের সিঁড়ি”-তে উঠতে গিয়ে ৩০০ ফুট উচ্চতায় পিছলে গেল পা, তারপরে যা ঘটল….
৮. ২৫ সেপ্টেম্বর, সোমবার: শঙ্করদেবের জন্মোৎসব উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
৯. ২৭ সেপ্টেম্বর, বুধবার: ইদ-ই-মিলাদ (পয়গম্বর হযরত মহম্মদের জন্ম দিবস উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে)।
১০. ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: ইদ-ই-মিলাদ (পয়গম্বর হযরত মহম্মদের জন্ম দিবস উপলক্ষ্যে এই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকছে)।
১১. ২৯ সেপ্টেম্বর, শুক্রবার: ইদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
১২. ১ অক্টোবর, রবিবার: এদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকছে।
১৩. ২ অক্টোবর, সোমবার: গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকছে।