এই প্রথম, এই শেষ! আর নয় বলিউড, দীপিকাকে নিয়ে শাহরুখের মাতামাতিতে ক্ষুব্ধ নয়নতারা

বলিউড বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জগতে যে কয়জন অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম নয়নতারা (Nayanthara)। বড় বড় তারকার সাথে স্ক্রিন শেয়ার করেন তিনি। আজ নয়নতারা কেবল একজন দুর্দান্ত অভিনেত্রীই নন, একইসাথে সামান্থার (Samantha) মতো নায়িকাদের কাছে তিনি একজন আইডল। খোদ সামান্থা নিজেই একথা স্বীকার করে নেন। এদিকে নয়নতারা এখন দক্ষিণী ছবির বাইরে বলিউডের জগতেও পা রেখেছেন।

নয়নতারা যে শুধু পা রেখেছেন সেটা বললে বেশ কম বলা হয়। কারণ প্রথম ছবিতেই বলিপাড়ার বাদশাহ অর্থাৎ শাহরুখ খানের সাথে। জওয়ান (Jawan) ছবির মাধ্যমে বলিউডে আসেন অভিনেত্রী। সিনেমাতে মূখ্য চরিত্রে দেখা যায় নায়িকাকে। শাহরুখ এবং তার রসায়ন বেশ পছন্দ করেছেন আমজনতা। কিন্তু মিডিয়া রিপোর্ট জানাচ্ছে, নায়িকা নাকি ভীষণ রেগে গিয়েছেন। এমনকি আর কখনোই বলিউডে অভিনয় না করার হুমকির কথা শুনিয়েছেন।

জওয়ানের মাধ্যমে প্রবেশ বলিপাড়ায়। এরপর কি হলো নায়িকার? শোনা যাচ্ছে পরিচালকের ওপর বেজায় চটেছেন দক্ষিণী সুপারস্টার। আসলে ধারাবাহিকে নায়িকাদের দাপট বেশি থাকলেও নিজের চরিত্রটি নিয়ে একেবারে নাখুশ নয়নতারা। ছবির জন্য চুক্তির সময় তাকে নায়িকার আশ্বাস দেওয়া হলেও ছবি মুক্তির পর সমস্ত সত্য সামনে আসে।

আরও পড়ুন : সোনামণি হোক কী তৃণা, তলানিতে TRP! কমছে হিট নায়িকাদের জনপ্রিয়তা, কারণ কী?

সেই দেখেই নায়িকা উপলব্ধি করতে পারেন তার জায়গায় বিশেষ চরিত্রে অভিনয় করা দীপিকা বেশি গুরুত্ব পেয়েছেন। তার চরিত্রকে অনেক উপেক্ষা করা হয়েছে। আর তাই শাহরুখ এবং নয়নতারার পরিবর্তে ছবি যেন শাহরুখ এবং দীপিকার মনে হচ্ছে। আর এসবের কারণেই বলিউড থেকে নিজের মন সরিয়ে নিয়েছেন নায়িকা।

আরও পড়ুন : বাজার শেষ নন্দিনী দিদির, জলের দরে খাবারের হোটেল খুলল দুই বোন! স্বাদেও দেবে টেক্কা

 

jawan nayanthara shah rukh khan 1693815074525 1693815090784

ক্ষোভের কারণেই আগামী সময়ে বলিউডে আর কোন ছবিতে অভিনয় করবেন না তিনি। একইসাথে দক্ষিণী সিনেমা পরিচালক অ্যাটলি কুমার এর ওপরও ক্ষুন্ন তিনি। তার সাথেও আগামী সময়ে কাজ করবেন কিনা ভাবছেন নয়নতারা। এদিকে ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতেও দেখা যায়নি নয়নতারাকে। আর তিনি না থাকার ফলে লিড সং ‘চলেয়া’ তে দীপিকা সঙ্গত দেন শাহরুখকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর