বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসের শেষের দিকে উপস্থিত হয়েছি আমরা। আর তার সাথে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুমও। এমতাবস্থায়, আগামী মাসে অর্থাৎ নভেম্বরেও (November) বজায় থাকছে উৎসবের রেশ। এমনিতেই এই সময়টাতে বিভিন্ন ক্ষেত্রে ছুটির আবহ বজায় থাকে। ব্যাঙ্কিং পরিষেবাও এক্ষেত্রে বাদ পড়ে না। এমন পরিস্থিতিতে, আগামী নভেম্বর মাসে ব্যাঙ্কে (Bank Holiday) একের পর এক ছুটি রয়েছে।
সেই কারণে গ্রাহকদের ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্মগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অবশ্যই ওই ছুটির তালিকাটি সম্পর্কে অবহিত হতে হবে। ইতিমধ্যেই নভেম্বরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। যেটি অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। যদিও, এই ছুটির মধ্যে বিভিন্ন রাজ্যের একাধিক উৎসব ছাড়াও চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও জানিয়ে রাখছি যে, এই ছুটিগুলি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে উপলব্ধ রয়েছে। পাশাপাশি, এই ছুটির দিনে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ATM-এর মতো পরিষেবা চালু থাকবে। যেগুলি গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা নভেম্বরের ব্যাঙ্কের ছুটির তালিকাটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।
আরও পড়ুন: ২০৩০-এর মধ্যেই জাপানকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, সামনে এল বিরাট তথ্য
১. ১ নভেম্বর (বুধবার): কন্নড় রাজ্যোৎসব, কুট, করবা চৌথ উপলক্ষ্যে হিমাচল প্রদেশ, মণিপুর ও কর্ণাটকে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
২. ৫ নভেম্বর (রবিবার): ছুটির দিন
৩. ১০ নভেম্বর (শুক্রবার): ভাঙ্গালা উৎসব উপলক্ষ্যে মেঘালয়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৪. ১১ নভেম্বর (মাসের দ্বিতীয় শনিবার)
৫. ১২ নভেম্বর (রবিবার): ছুটির দিন
৬. ১৩ নভেম্বর (সোমবার): গোবর্ধন পুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি উপলক্ষ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৭. ১৪ নভেম্বর (মঙ্গলবার) দীপাবলি উপলক্ষ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৮. ১৫ নভেম্বর (বুধবার) ভাইফোঁটা উপলক্ষ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন: নয়া উদ্যোগ রেলের! রাজধানী-শতাব্দীকে টেক্কা দেবে এই বিশেষ ট্রেন, কবে থেকে শুরু পরিষেবা?
৯. ১৯ নভেম্বর (রবিবার): ছুটির দিন
১০. ২০ নভেম্বর (সোমবার) ছটপুজো উপলক্ষ্যে বিহার ও ঝাড়খন্ডে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
১১. ২৩ নভেম্বর (বৃহস্পতিবার): সেং কুটস নাম/ইগাস-বাগওয়াল উপলক্ষ্যে মেঘালয় ও উত্তরাখণ্ডে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
১২. ২৫ নভেম্বর (মাসের চতুর্থ শনিবার)।
১৩. ২৬ নভেম্বর (রবিবার): ছুটির দিন
১৪. ২৭ নভেম্বর (সোমবার): গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
১৫. ৩০ নভেম্বর (বৃহস্পতিবার): কনকদাস জয়ন্তী উপলক্ষ্যে কর্ণাটকে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।