সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখে নিন ছুটির তালিকা

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র দেশজুড়েই ব্যাঙ্কিং পরিষেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, ব্যাঙ্ক সংক্রান্ত কাজকর্ম করার আগে ব্যাঙ্কের ছুটির (Bank Hollidays) বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হয়। এদিকে, বিভিন্ন ছুটি এবং স্থানীয় উৎসবের কারণে এবার ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যার ফলে গ্রাহকদের অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। তবে জানিয়ে রাখি যে, এইসব ছুটি কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে থাকবে। এমনকি, কিছু রাজ্যে আবার তার পরের সপ্তাহেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

শুধু তাই নয়, ছুটির তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি আগামী ৯ এপ্রিল থেকে কিছু কিছু রাজ্যে টানা ৫ দিনও বন্ধ থাকবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা উপস্থাপিত করছি ব্যাঙ্কের ছুটি সংক্রান্ত বিস্তারিত তথ্য। প্রথমেই জানিয়ে রাখি যে, আগামী মঙ্গলবার অর্থাৎ ৯ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে গুড়ি পাওয়া, উগাদি, তেলেগু নিউ ইয়ার উপলক্ষ্যে। পাশাপাশি, বুধবার ১০ এপ্রিল বন্ধ থাকবে বোহাগ বিহু ও ইদ উপলক্ষ্যে। এদিকে, ১১ এপ্রিল বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকছে ইদ উপলক্ষ্যে। এছাড়াও, ১২ এপ্রিল শুক্রবার ইদ উপলক্ষ্যে ছুটি এবং ১৩ এপ্রিল শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাঙ্ক।

   

এদিকে, বেশ কয়েকটি রাজ্যে আবার আগামী ১৫ ও ১৬ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে বোহাগ বিহু ও রাম নবমী উপলক্ষ্যে। আমরা যদি রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, এপ্রিল মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অবশ্য এই ছুটি নির্ভর করবে জাতীয় ছুটি ও স্থানীয় ছুটির ওপরে নির্ভর করে। এমতাবস্থায়, বিভ্রান্তি এড়াতে গ্রাহকদের ওই ছুটিগুলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

৯ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে এই রাজ্যগুলিতে: জানিয়ে রাখি যে, গুড়ি পাওয়া, উগাদি, তেলেগু নিউ ইয়ার ও নবরাত্রি উপলক্ষ্যে মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাডু, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Banks are closed for 5 days, check the list of holidays.

১০ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে এই রাজ্যগুলিতে: বোহাগ বিহু, চেইরাওবা, বৈশাখী ও বিজু উৎসব উপলক্ষ্যে এই দিন অসম, ত্রিপুরা, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: মহাদেবের আশীর্বাদ! সোমনাথ মন্দিরে পুজো দিতেই খুলল হার্দিকের ভাগ্য, প্রথম জয় পেল MI

১৫ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে এই রাজ্যগুলিতে: বোহাগ বিহু ও হিমাচল দিবস উপলক্ষ্যে অসম এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ  থাকবে। তবে, অনলাইনে ওই দিন কাজ হবে অনলাইনে।

আরও পড়ুন: প্রতি ঘন্টায় ৩০.৬৩ লক্ষ টাকার লোন বন্টন! অনন্য রেকর্ড তৈরি করল এই সরকারি সংস্থা

১৬ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে এই রাজ্যগুলিতে: এদিকে, রাম নবমী উপলক্ষ্যে ওই দিন মহারাষ্ট্র থেকে শুরু করে গুজরাত মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর