বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং ক্ষেত্রের কাজকর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা প্রতিমাসের শুরুতেই প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। যার ফলে, গ্রাহকেরা সেই ছুটিগুলিকে মাথায় রেখেই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে পারেন। তবে, আপনার যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে এবং আপনি যদি সেটি এই সময়ে করার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে ফের একবার ব্যাঙ্কের ছুটির তালিকাটির দিকে চোখ রাখতে হবে। কারণ, জুন মাসেই টানা ৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অগ্রিম ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। সেই রেশ বজায় রেখেই চলতি মাস অর্থাৎ জুন মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ছুটির তালিকা অনুযায়ী, টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। চলুন দেখে নেওয়া যাক ব্যাঙ্কের ছুটির তালিকা।
জুনের শুরুতেই বন্ধ ছিল ব্যাঙ্ক: প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটের কারণে দেশের একাধিক জায়গায় ১ জুন ব্যাঙ্ক ছুটি ছিল। এছাড়া ২ জুন রবিবারের কারণে সব ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি ছিল। এদিকে ৮ জুন দ্বিতীয় শনিবার ও ৯ জুন রবিবার থাকায় দেশের প্রতিটি ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে, আগামী দিনে কিছু রাজ্যে টানা ৪ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, আগামী ১৪ জুন, ১৫ জুন, ১৬ জুন এবং ১৭ জুন ব্যাঙ্ক ছুটি থাকবে। তবে, ওই সময়ে দেশের প্রতিটি ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকবে না। এমতাবস্থায়, চলুন জেনে নিই সংশ্লিষ্ট দিনগুলিতে কোথায় কোথায় ছুটি থাকবে ব্যাঙ্ক?
আরও পড়ুন: সরকার গঠনের পরেই “প্রতিশোধের” জন্য প্রস্তুত মোদী! চিন-শাসিত তিব্বতে এবার কড়া অ্যাকশন ভারতের
১. ১৪ জুন ২০২৪ ( শুক্রবার): পাহিলি রাজা উপলক্ষ্যে ওড়িশায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
২. ১৫ জুন ২০২৪ (শনিবার): রাজা সংক্রান্তির কারণে ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়াও YMA দিবসের কারণে মিজোরামেও ব্যাঙ্ক ছুটি থাকবে।
৩. ১৬ জুন ২০২৪ (রবিবার): এটি সাপ্তাহিক ছুটির কারণে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ১৭ জুন ২০২৪ (সোমবার): কয়েকটি রাজ্য ছাড়া অন্য রাজ্যগুলিতে বকরি ইদ/ঈদ আল আজহা উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।
আরও পড়ুন: অদ্ভুত যুদ্ধ! বোম-মিসাইল ছেড়ে শুরু বেলুন নিয়ে আক্রমণ কিম জং উনের, পাল্টা জবাব দক্ষিণ কোরিয়ার
টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১ ৬ জুন রবিবার, ১৭ জুন বকরি ইদ এবং ১৮ জুন ঈদ আল আজহা উপলক্ষ্যে কিছু জায়গায় একটানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। যেমন জম্মু ও শ্রীনগরে টানা ৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।