ডিসেম্বরে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন ছুটির দিন

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নভেম্বর (November) মাসের শেষদিকে উপস্থিত হয়েছি আমরা। গুটিগুটি পায় আমরা এগিয়ে চলেছি চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের (December) দিকে। এমনিতেই নভেম্বর মাসে দেশজুড়ে উৎসবের আমেজ বজায় ছিল। এমতাবস্থায়, বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ব্যাঙ্কিং পরিষেবা (Bank Holidays)। তবে, এই মাস শেষ হতে না হতেই আগামী মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে সেই তালিকাও সামনে এসেছে।

Banks will be closed for 18 days in December

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ডিসেম্বর মাসেও কিন্তু বহুদিন বন্ধ থাকবে এই পরিষেবা। যে কারণে আগে থেকেই গ্রাহকদের সতর্ক হতে হবে। শুধু তাই নয়, ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে দুর্ভোগ এড়াতে আগে থেকেই তা সেরে রাখতে পারেন। উল্লেখ্য যে, আগামী মাসে ছুটির দিন ছাড়াও ছয় দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।

আরও পড়ুন: কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের! এভাবে করুন আবেদন

এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে, আগামী মাসে মোট কয় দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? এর উত্তরে জানিয়ে রাখি যে, ডিসেম্বরে শনি ও রবিবারের ছুটির পাশাপাশি মোট ১৮ দিনের ছুটি রয়েছে ব্যাঙ্কগুলিতে। অর্থাৎ, আপনি যদি এই ছুটির তালিকা না জেনেই ব্যাঙ্কে গিয়ে উপস্থিত হন এক্ষেত্রে আপনার নির্ধারিত কাজ কিন্তু হবে না। তবে, জানিয়ে রাখি যে, এই ছুটি কিন্তু বিভিন্ন রাজ্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই ছুটির তালিকাটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

আরও পড়ুন: এখনই হন সতর্ক! ১ ডিসেম্বর থেকে পরিবর্তন হচ্ছে সিম কার্ড কেনার নিয়ম, অমান্য করলেই যেতে হবে জেলে

কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক:
১. ১ ডিসেম্বর, ২০২৩ (শুক্রবার): অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ৩ ডিসেম্বর, ২০২৩ (রবিবার): রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ৪ ডিসেম্বর, ২০২৩ (সোমবার): সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ফেস্ট উপলক্ষ্যে গোয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
৪. ৯ ডিসেম্বর, ২০২৩ (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকছে ব্যাঙ্ক।
৫. ১০ ডিসেম্বর, ২০২৩ (রবিবার): এইদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
৬. ১২ ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার): পা-টোগান নেংমিঞ্জা সাংমার কারণে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭. ১৩ ডিসেম্বর, ২০২৩ (বুধবার): সিকিমে লোসাং/নামসাং-এর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ১৪ ডিসেম্বর, ২০২৩ (বৃহস্পতিবার): এইদিনও লোসাং/নামসাং-এর কারণে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯. ১৭ ডিসেম্বর, ২০২৩ (রবিবার): এইদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
১০. ১৮ ডিসেম্বর, ২০২৩ (সোমবার): মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Banks will be closed for 18 days in December

১১. ১৯ ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার): এইদিন গোয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২. ২৩ ডিসেম্বর, ২০২৩ (শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।
১৩. ২৪ ডিসেম্বর, ২০২৩ (রবিবার): এইদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক।
১৪. ২৫ ডিসেম্বর, ২০২৩ (সোমবার): বড়দিন উপলক্ষ্যে এইদিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫. ২৬ ডিসেম্বর, ২০২৩ (মঙ্গলবার): বড়দিন উদযাপনের জন্য এইদিন মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
১৬. ২৭ ডিসেম্বর, ২০২৩ (বুধবার): বড়দিন উপলক্ষ্যে নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ।
১৭. ৩০ ডিসেম্বর, ২০২৩ (শনিবার): এইদিন মেঘালয়ে ইউ কিয়াং নাংবাহের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮. ৩১ ডিসেম্বর ২০২৩ (রবিবার): এইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর