বাঁকুড়ায় বাড়িতে ঢুকে BJP সমর্থক গৃহবধূর উপর ধর্ষণের চেষ্টা তৃণমূল কর্মীর! গেরুয়া শিবিরের অভিযোগে তোলপাড়

Published on:

Published on:

bankura

বাংলা হান্ট ডেস্কঃ বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি! একেই দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সাম্প্রতিক সময়ে আরও একাধিক নারী নির্যাতনের মত ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে এবার শাসকদলের (Trinamool Congress) দিকে ভয়ঙ্কর অভিযোগ ছুড়ল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। বাঁকুড়া (Bankura) জেলার ইন্দাস বিধানসভার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী পুষ্করিনি গ্রামে বিজেপি সমর্থক এক গৃহবধূর উপর ধর্ষণের অভিযোগ (Rape allegation) উঠেছে। যা নিয়ে আরও উত্তপ্ত বর্তমান পরিস্থিতি।

বিজেপি সমর্থক গৃহবধূর উপর ধর্ষণের চেষ্টার অভিযোগ | Bankura

অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মী তাপস বাগদীর নাম সামনে এনেছে গেরুয়া শিবির। অভিযোগ, গত ১৩ অক্টোবর ২০২৫ সালের সন্ধ্যা প্রায় ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে জাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন ওই অভিযুক্ত। তবে নিজেকে বাঁচাতে গৃহবধূ চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেনি। তৎক্ষণাৎ অভিযুক্ত পালিয়ে যায়।

এখানেই শেষ নয়. অভিযোগ, পরদিন সকালে ওই অভিযুক্ত বেশ কয়েকজনকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হন। এমনকি প্রাণনাশের হুমকি দেয়। বলা হয়, “ঘটনার বিষয়ে যদি থানায় জানাও, তাহলে গ্রামছাড়া করব”, এমনকি তার স্বামীকে পর্যন্ত মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

সূত্রের খবর, গৃহবধূর স্বামী বিজেপি সমর্থক। তার পরিবারও গেরুয়া শিবিরের সাথে যুক্ত। গৃহবধূর কাকা শ্বশুর স্থানীয় বিজেপি বুথ সভাপতি। পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাসকদলের সক্রিয় কর্মী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশি অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোও তোলা হয়েছে।

bankura rape

জানা গিয়েছে, ইন্দাস থানায় অভিযোগ দায়ের করতে গেলেও তা হয়নি। এরপর নির্যাতিতা বাঁকুড়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে তার চিকিৎসা হয়।

আরও পড়ুন: বেসরকারি মেডিক্যালে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি, দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডে কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের

গোটা ঘটনায় রীতিমতো উত্তপ্ত জেলা। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন বিজেপি সমর্থকদের স্ত্রীদের উপর পর্যন্ত হামলা চালাচ্ছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়।” এদিকে পাল্টা তৃণমূলের সংশ্লিষ্ট ব্লক সভাপতির দাবি, “ভোটের আগে বিজেপি নাটক করছে।” অভিযুক্তের সঙ্গে তৃণমূলযোগ মানতে নারাজ শাসকশিবির।