যাতায়াতে বড় পরিবর্তন! বারাসাত থেকে চালু নতুন বাস রুট, স্বস্তি সাধারন যাত্রীদের

Published on:

Published on:

Barasat residents Good news new bus route launched
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার বারাসাতবাসীদের (Barasat) জন্য সুখবর। কারণ, দীর্ঘদিন ধরেই টোটো অটো দৌলতদের জন্য যাত্রী সংখ্যা যথারীতি হ্রাস পাচ্ছিল। এছাড়াও ২০১৮ সালের পর থেকে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছিল বাস মালিকদের। আর সেই কারণেই একাধিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই অবস্থায় আবার নতুনভাবে উদ্যোগী হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন।

বারাসাতবাসীর জন্য সুখবর! চালু নতুন বাস রুট (Barasat)

জানা যায়, শ্রমিক সংকট পরিস্থিতিতে এই বাস চলাচল জটিল হয়ে উঠেছিল। তবুও প্রতিদিন বারাসাতের (Barasat) তিতুমীর বাস টার্মিনাস থেকে প্রায় ৬০০-৬৫০ টি বাস বিভিন্ন রূপে চলাচল করে। আর এই অবস্থায় নতুন করে উদ্যোগই হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন।

Barasat residents Good news new bus route launched

আরও পড়ুন: মাছ ভাজার আগে করুন এই কাজ, ফলাফল হবে বাইরে খাস্তা আর ভিতরে নরম

জানা গিয়েছে, নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে। এছাড়াও বারাসাত ডানকুনি হাউসিং বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার চালু হল বারাসাত থেকে ডানকুনি পর্যন্ত নতুন রুটের বাস। আর এর ফলে যাত্রীতে যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

আর ইন বেসরকারি উদ্যোগের নতুন রূপের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন রূপে বাস চালু হওয়ার ফলে জেলা যাত্রীদের যোগাযোগ আরও মসৃণ হবে। একই সঙ্গে বহুদিন পর নতুন বাস চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।

তাছাড়া যাত্রী ও চালকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আর এই বাস বারাসত (Barasat), মধ্যমগ্রাম, সোদপুর, বিটি রোড, দক্ষিণেশ্বর, বালি ব্রিজ হয়ে পৌঁছাবে ডানকুনিতে। শুরুতেই ৭টি বাস এই রুটে চালু হয়েছে বলেই জানা গিয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রতি এক ঘণ্টা অন্তর বাস চলবে।