বাংলা হান্ট ডেস্ক: নবজাতকের খৎনা করতে গিয়ে শিরাই কেটে ফেলল নাপিত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে (Muzaffarnagar)।
জানা গিয়েছে, যশবন্তপুরের বাসিন্দা মহম্মদ আসিফ তাঁর ২৭ দিনের নবজাতকের খৎনা (Circumcision) করানোর জন্য গত ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা নাগাদ মাহবুদ নগরের বাসিন্দা ইমরান সালমানি এবং তাঁর বাবা শামিম সালমানিকে ফোন করেন। এরপর শামিম আসিফের ছেলেকে একটি ইনজেকশন (Injection) দিয়ে শিশুর ওই স্থান অবশ করান। এরপর খৎনা করেন। তা হয়ে গেলে ওই শিশুপুত্রের লিঙ্গের ওই স্থান লাল ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেন। ২৪ ঘণ্টা পর ওই ব্যান্ডেজ খুলতে বলা হয়। কিন্তু তারপরও রক্তপাত বন্ধ হয়নি।
এমন অবস্থায় শামিমকে ডাকা হলে তিনি এসে দেখে বলেন, ভুলবশত রেজারটি একটু বেশি দূরে চলে গেছে। কিন্তু এরপরও রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। এরপরই দেখা যায় ওই শিশুর শরীর সাদা হতে থাকে। অর্থাৎ, রক্ত বেরিয়ে যাওয়ায় সারা শরীর রক্তশূন্য হতে থাকে।
এরপরই ওই শিশুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ওই শিশুর বাবা মহম্মদ আসিফ জানান, তাঁর ভাই গুলবাহার ওই নবজাতক শিশুকে রক্ত দিয়েছেন। এদিকে আসিফ ইমরান এবং শামিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ (Police) খৎনা করা নাপিত (Barber) ইমরান এবং তাঁর বাবা শামিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে ইতিমধ্যেই ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, মুসলিম (Muslim) সম্প্রদায়ের একটি প্রচলিত আচার খৎনা। এর মাধ্যমে নবজাতক শিশুদের লিঙ্গের অগ্রভাগের চামড়া কেটে ফেলা হয়। যার জেরে ফিমোসিস হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু তা করতে গিয়ে এবার বিপত্তি ঘটল।