Ekchokho.com 🇮🇳

১৩ বছরের ছোট ছেলের সঙ্গে মায়ের বিয়ে দিল ছোট ছেলে, তাই শুনে বড় ছেলে যা করল…থ হবেন

Published on:

Published on:

Bardhaman mother tired knot for second time son get angry

বাংলা হান্ট ডেস্ক: ছয় বছর আগে মারা যান স্বামী। দুই সন্তানকে নিয়ে থাকতেন মা। হঠাৎ জীবনে প্রেম আসে। এবার তেরো বছরের ছোট ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান রিনা সরকার। এমনকি সামাজিক ভাবে বিয়ে করেন তারা। বিয়ের পরই ঘটে বিপত্তি।ঘটনাটি ঘটেছে বর্ধমানের (Bardhaman) বাদশাহী রোড শর্মা পাড়ায়।

বর্ধমানে বিধবা মা’কে বিয়ে দিয়েছে ছোট ছেলে, রাগে বাড়ি ভাঙচুর বড় ছেলের (Bardhaman)

ছেলের বয়সী যুবককে বিয়ে করায় এই বিয়ে মানতে পারেনি রিনা সরকারের বড় ছেলে। সূত্রের খবর, নববিবাহিত দম্পতি ও ছোট ছেলেকে বাড়ির থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে।এমনকি বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলেও বাধার মুখে পড়েন তারা ।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়াও অভিযোগ ওঠে বাড়ি ভাঙচুর করে ঘরছাড়া করার।

এমনকি একটা রাত বর্ধমান (Bardhaman) স্টেশনের খোলা আকাশে কাটাতে হয় রিনা ঘোষ , তাঁর দ্বিতীয় স্বামী রাকেশ সরকার ও ছোট ছেলে আকাশ ঘোষকে। রিনা ঘোষ এই বিষয়ে সোমবার বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের (Police) এক অধিকারিক জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, ছয় বছর আগে মারা যান রিনা ঘোষের স্বামী। তারপর থেকেই দুই ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সম্প্রতি মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা রাজু সরকারের সঙ্গে সম্পর্কের জড়ান রিনা ঘোষ। এমনকি ১জুলাই তারা সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেন তারা। কিন্তু, এই বিয়ে মানতে পারিনি রিনা ঘোষ এর বড় ছেলে ও তার দিদিমা। বড় ছেলে ও দিদিমা রিনা ঘোষ, ছোট ছেলে ও স্বামীকে বাড়ি থেকে বের করে দেন। এমন কি ভাড়া বাড়িতে গেলেও সেখানে রিনা ঘোষের বড় ছেলে লোকজন নিয়ে হামলা করে। এই বিষয়ে রিনা ঘোষ জানান, ঘরের সবকিছু ভেঙে দিয়েছে তার বড় ছেলে ও বড় ছেলের বন্ধুরা। বর্তমানে ঘর ছাড়া রয়েছি আমরা। স্টেশনের রাত কাটাচ্ছি। জানিনা কোথায় যাব।

Bardhaman mother tired knot for second time son get angry

এমনকি এই ঘটনার প্রসঙ্গে,রিনার ছোট ছেলে বলেন ‘মা সামান্য পরিচারিকার কাজ করে। মা আমাকে একটা টোটো কিনে দিয়েছে। মা বিয়ে করায় যতটা না রাগ তার থেকেও দাদার বেশি রাগ আমাকে টোটো কিনে দেওয়ায়। সেই কারণেই আমাদের‌ বাড়ি মায়ের বিয়ের অজুহাত দিয়ে ভাঙচুর করেছে। আমাদের মারধর করে বের করে দিয়েছে।’ পাশাপাশি রিনার বর্তমান স্বামী রাকেশ বলেন, ‘আমরা প্রেম করে বিয়ে করেছি। কিন্তু বিয়ের আগে কেউ আপত্তি করেনি। বিয়ের চারদিনের মধ্যে ওইভাবে মারধর করে বাড়ি থেকে বের করে দেবে ভাবতেই পারিনি। খোলা আকশের নীচে রাত কাটাচ্ছি এখন।’ এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা তৃণমূল কাউন্সিলর সুমিত শর্মা জানান, রিনা ঘোষের বড় ছেলে এই বিয়ে মানতে পারে নি। যার কারণ বশত এই হামলা চালায়। তিনি আরও জানান উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসে মিটমাট করে নিতে বলা হয়েছিল। তবে ওরা সে কথা শোনেনি।