১৯-২২, শক্তিগড়ে তিনদিনব্যাপী ল্যাংচা মেলা, প্রশাসনের উদ্যোগে খুশিতে ভাসছেন মিষ্টি ব্যবসায়ীরা

Published on:

Published on:

Bardhaman National Highway langcha festival to be held for three days

বাংলা হান্ট ডেস্ক: পূর্ব বর্ধমানের (Bardhaman) জনপ্রিয় মিষ্টি ল্যাংচা। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। সূত্রের খবর ২১জুলাই তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে শক্তিগড়ে হবে দু’দিনের ল্যাংচা মেলা। ওই দিন ধর্মতলা থেকে ফেরার পথে অন্য জেলা থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা শক্তিগড়ে গাড়ি দাঁড় করিয়ে ল্যাংচা কেনা কাটা করেন। যার ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই সমস্যা মিটাতে পাশের একটা জায়গাকে বেছে নিয়ে সেখানে স্টল করে তিন দিনব্যাপী ল্যাংচা মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শক্তিগড়ে তিন দিন ধরে চলবে ল্যাংচা মেলা (Bardhaman)

২১ জুলাইয়ে মাথায় রেখে এবার শক্তিগড়ে (Saktigarh) বসছে ল্যাংচা উৎসব। এর উদ্যোগ নিয়েছে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক। সূত্রের খবর, ওই এলাকায় ২৪ বিঘা জমি জুড়ে আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে ল্যাংচা মেলা।

এই বিষয়ে বিধায়ক সোমবার শক্তিগড় থানার পুলিশ, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতি, বৈকুণ্ঠপুর ১ পঞ্চায়েত ও বড়শুল–১ পঞ্চায়েতের প্রতিনিধি ও ল্যাংচা ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, জাতীয় সড়কের ধারে ২৪ বিঘা ফাঁকা জায়গা রয়েছে। সেখানেই হবে মেলাটি।

তিনি আরও জানান, এবার স্টল দেব। পাশাপাশি ওই জায়গায় ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি বাথরুম থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা।

Bardhaman National Highway langcha festival to be held for three days

আরও পড়ুন: কালিম্পংয়ে ফুলের নামে রয়েছে এই অচেনা গ্ৰাম, চাইলে ঘুরে আসতেই পারেন এই অফবিট থেকে

জানাযায়, এই মেলা আয়োজন করার ফলে মিষ্টি ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন। পাশাপাশি সব ব্যবসায়ীদের আশা, এই উদ্যোগের পাশাপাশি তাদের ব্যবসাও স্বাভাবিক ছন্দে চলবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ল্যাংচা ব্যবসায়ী বলেন, শক্তিগড়ের ল্যাংচা জনপ্রিয়। এছাড়াও বর্ধমানমুখী জাতীয় সড়কের পাশে সকল দোকানে ভিড় লেগে থাকে। তবে এই তিনদিনব্যাপী ল্যাংচা উৎসবে ব্যবসার হার বাড়বে বলে মনে করছে মিষ্টি ব্যবসায়ীরা।