বাড়িতে চলছে নজরদারি! মমতার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে হাইকোর্টে অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। আবারও ব্যারাকপুর কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে দল। ব্যারাকপুর-জগদ্দল এলাকার এই দাপুটে রাজনীতিকই এবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। তাঁর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ, এই অভিযোগ নিয়ে সোজা হাই কোর্টের (Calcutta High Court) দারস্থ হলেন বিজেপি (BJP) প্রার্থী।

আদালতের দ্বারস্থ হয়ে অর্জুনের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসিয়েছে পুলিশ। অর্জুনের বাড়িতে কে বা কারা আসছেন সেটা দেখার জন্য এমনটা করা হয়েছে বলে দাবি। আইনত পুলিশ (State Police) এমন কাজ করতে পারেন না বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে হাই কোর্টে অভিযোগ করেছেন অর্জুন। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর।

উল্লেখ্য, সম্প্রতি ব্যারাকপুরের পদ্ম-প্রার্থীকে সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন তিনি। অর্জুনের পাশাপাশ তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে তিনি ‘জেড’ নয়, বরং ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন।

 আরও পড়ুনঃ ‘ডেপো ছোকরা, ৬ গোল খেয়ে বাড়ি যাবে’! দেবাংশুর ‘খেলা হবে’র পাল্টা যা দিলেন অভিজিৎ গাঙ্গুলি…

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) প্রাক্কালে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অর্জুন। এরপর বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড়ান। সাংসদ হওয়ার পর অবশ্য ফের পুরনো দলে ফিরে এসেছিলেন এই দুঁদে রাজনীতিক।

arjun singh calcutta high court

চব্বিশের লোকসভা ভোটে আশা করেছিলেন তাঁকে ব্যারাকপুর কেন্দ্র থেকে দাঁড় করাবে তৃণমূল। তবে এমনটা হয়নি। শেষে আবার বিজেপি শিবিরে যোগ দেন ‘অভিমানী’ অর্জুন। ‘পছন্দে’র ব্যারাকপুর কেন্দ্র থেকেই তাঁকে দাঁড় করিয়েছে দল। ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে ভোট ময়দানে তাঁর লড়াই দেখার জন্য মুখিয়ে আছে রাজ্যবাসী। এর মাঝেই পুলিশের বিরুদ্ধে ‘নজরদারি’র অভিযোগ আনলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর