বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটের নিয়মে এবার আসতে চলেছে বড় পরিবর্তন, বিরাট কোহলি, রোহিত শর্মাদের এখন থেকে আর ডাকা হবে না ‘ব্যাটসম্যান’ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে মহিলারাও এখন যথেষ্ট উন্নতি করেছেন। বিভিন্ন মহিলা দলের একাধিক খেলোয়াড় বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। অথচ তাদের জন্য ব্যবহার করতে হয় ‘ব্যাটসম্যান’ শব্দটি। পুরুষতান্ত্রিক এই শব্দটিকে এবার মুছে ফেলার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের অভিধান রচয়িতা এমসিসি বা মেলবোর্ন ক্রিকেট ক্লাব।
কার্যত লিঙ্গনিরপেক্ষ তাকে প্রাধান্য দিতেই এই নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা। আর তাই এবার থেকে ‘ব্যাটসম্যান’দের ডাকা হবে ‘ব্যাটার’ বলে। যদিও এমসিসি জানিয়েছে আরও বেশ কিছু ক্ষেত্রে শুধুই পুরুষবাচক শব্দ রয়েছে ক্রিকেটে, যেমন থার্ড ম্যান, নাইটওয়াচম্যান, টুয়েলভথ ম্যান প্রভৃতি। তবে সেগুলিকে এখনই বদলে ফেলা হয়নি। এমসিসি জানিয়েছে, তারা বিশ্বাস করে এই ব্যাটার শব্দবন্ধটি আগামী দিনে নারী-পুরুষ প্রত্যেককেই সমান মর্যাদা এবং সম্মান দিতে সাহায্য করবে।
যার জেরে ক্রিকেটের প্রতি নারীদের আরও আগ্রহ বাড়বে, ইতিমধ্যেই মিতালী রাজ থেকে শুরু করে স্মৃতি মান্ধানা, ঝুলন গোস্বামীরা অনেক অনন্য রেকর্ড গড়েছেন। আর তাই তাদেরকে তাদের যোগ্য সম্মান দিতে চায় এমসিসি। জানিয়ে রাখি ইতিমধ্যেই বেশ কিছু সংবাদ মাধ্যম ‘ব্যাটার’ শব্দের ব্যবহার শুরু করেছে। এবার কার্যত ব্যাটসম্যান শব্দটিকে ক্রিকেটের ইতিহাস থেকে মুছে ফেলতে এই পদক্ষেপ নিল এমসিসি।
MCC has today announced amendments to the Laws of Cricket to use the gender-neutral terms “batter” and “batters”, rather than “batsman” or “batsmen”.
— Marylebone Cricket Club (@MCCOfficial) September 22, 2021
এমসিসি-র তরফে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও মহিলা ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শে ২০১৭ সালে সর্বশেষ সংশোধনের সময় আইনে ‘ব্যাটসম্যান’ এবং ‘ব্যাটসওমেন’ হিসেবে পরিচিত পেয়েছিল৷ কিন্তু পুনরায় সংশোধন। বোলার ও ফিল্ডারদের সঙ্গে সামঞ্জস্য রেখেই লিঙ্গ-নিরপেক্ষ শব্দ হিসেবে ‘ব্যাটার’ শব্দটি ভিন্ন মাত্রা পাবে বলে মনে করে এমসিসি ৷