বেশ কয়েক দিন ধরে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। নির্বাচকরা তার উপর যে ভরসা করে তাকে দলে নিয়েছিল সেই ভরসায় সুবিচার করতে পারছিলেন না পন্থ। আইপিএলে দিল্লির হয়ে চার নম্বরে ব্যাটিং করতে নেমে পন্থ যে সাফল্য পেয়েছিল এখন আর সেটা পাচ্ছেন না। পন্থের সেই আক্রমণাত্মক ব্যাটিং আর কাজে লাগছে না। খারাপ ফর্ম বজায় রেখে ফের একবার গতকাল যেখানে পন্থের রান করার প্রয়োজন ছিল সেখানেও ব্যার্থ হন তিনি। মাত্র 19 রানে ফিরে যেতে হয় তাকে। আর পন্থের এই খারাপ ফর্ম দেখে এবার প্রাপ্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেন পন্থের ব্যাটিং ফর্ম ফেরানোর জন্য তার ব্যাটিং অর্ডার বদল করতে হবে অর্থাৎ ব্যাটিং অর্ডারে আরও নিচের দিকে পন্থকে নামানোর পরামর্শ দেন তিনি।
গতকাল যখন ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছিল সেই সময় সুনীল গাভাস্কার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে কার নামা উচিৎ? তিনি চারজন ব্যাটসম্যানের নাম উল্লেখ করেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মনীশ পাণ্ডে এবং কে এল রাহুল। আর সুনীল গাভাস্কারের মতোই এবার ভিভিএস লক্ষ্মণও পন্থকে পরামর্শ দিলেন।
দীর্ঘদিন ধরে পান্থ কিছুতেই নিজের পুরনো ফর্ম ফিরে পাচ্ছেন না। আর তাই বারেবারে তাকে বকা খেতে হয়েছে ভারতের নির্বাচন থেকে কোচ রবি শাস্ত্রী কাছে। বারে বারে খারাপ শট খেলে আউট হওয়ার জন্য রবি শাস্ত্রী সাবধান করে দিয়েছেন পন্থকে। আর এবার পন্থকে নিয়ে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ। লক্ষণ বলেন যে পন্থ হয়তো বুঝতে পারছেন না যে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে চার নম্বর পজিসনে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করতে হয়, তাই পন্থকে ভালো খেলতে হলে তাকে পাঁচ নম্বরে কিংবা ছয় নম্বরে নামা উচিৎ।