বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপের কাউন্টডাউন (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমস্ত জল্পনাকে দূরে সরিয়ে রেখে এবার সামনে এল T20 বিশ্বকাপের জন্য ভারতের দল। ইতিমধ্যেই BCCI (Board of Control for Cricket in India)-এর তরফে জানিয়ে দেওয়া হল প্লেয়ারদের নাম।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরওয়ালের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আহমেদাবাদে বৈঠক করে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। যেটিকে তাঁরা বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন হিসেবে বিবেচিত করেছেন। এই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পাশাপাশি এই টুর্নামেন্টটি আগামী ১ জুন থেকে শুরু হবে। যেটি চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।
https://twitter.com/BCCI/status/1785250931166060585?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1785250931166060585%7Ctwgr%5E56d23c4e3c126fdb2980630f39e34411a2da6130%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-411896670559558846.ampproject.net%2F2404091947000%2Fframe.html
প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন এই টিমে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। অর্থাৎ, ওপেনারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তিনি। পাশাপাশি, এই টুর্নামেন্টে ভারতীয় দলে রোহিত শর্মার ডেপুটি হবেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: “T20 বিশ্বকাপে রিঙ্কুকে দলে নিন”, BCCI-র কাছে তাবেদারি করলেন স্বয়ং শাহরুখ! জানালেন….
এছাড়াও, BCCI-এর ঘোষণা করা দলে উইকেটকিপার ব্যাটার হিসেবে পন্থের পাশাপাশি স্থান পেয়েছেন সঞ্জু স্যামসন। পাশাপাশি, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দলের সুযোগ ঘটেছে সূর্যকুমার যাদবের। এদিকে, শিবম দুবে এবং অক্ষর প্যাটেলও এই দলে যুক্ত হয়েছেন।
আরও পড়ুন: বাদ পড়লেন একাধিক অভিজ্ঞ প্লেয়ার! ১৫ সদস্যের দল ঘোষণা করে চমকে দিল বাংলাদেশ
এক নজরে দেখে নিন ভারতের T20 বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
অতিরিক্ত খেলোয়াড়: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান