মারাত্মক সিদ্ধান্ত নিলো BCCI! দক্ষিণ আফ্রিকায় ভারতকে ৩ ফরম্যাটে নেতৃত্ব দেবেন ৩ আলাদা অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে যাবতীয় গুজবের পরিসমাপ্তি ঘটিয়ে বিসিসিআই (BCCI) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের (India’s Tour of South Africa) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করলো। বিরাট কোহলির (Virat Kohli) মতোই রোহিত শর্মাও (Rohit Sharma) আপাতত সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখছেন সেটা দল দেখেই বোঝা গেল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওডিআই সিরিজে লোকেশ রাহুল (KL Rahul) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

টেস্ট ফরম্যাটে ফিরবেন বিরাট, রোহিত:

রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করবেন ভারতের জার্সিতে ২৬ শে ডিসেম্বর। কিন্তু অভিজ্ঞ চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানের কোনও জায়গা হয়নি ভারতের টেস্ট স্কোয়াডে। টি-টোয়েন্টি ফরমেটে ভারতের জার্সিতে এবং ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে সদ্য বিবাহিত মুকেশ কুমার টেস্ট সিরিজে নিজের জায়গা করে নিয়েছেন।

rohit kohli test

ভারতের টেস্ট স্কোয়াড:

রোহিত শর্মা [অধিনায়ক], শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], লোকেশ রাহুল [উইকেটরক্ষক], রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা [সহ-অধিনায়ক], প্রসিদ্ধ কৃষ্ণ

আরও পড়ুন: টাকা চাই, টাকা দাও! খরচ বেশি হওয়ায় BCCI সচিব জয় শাহ-র কাছে হাত পাতলো পাকিস্তান

ভারতের ওডিআই স্কোয়াড:

রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল [অধিনায়ক ও উইকেটরক্ষক], সঞ্জু স্যামসন [উইকেটরক্ষক], অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং

আরও পড়ুন: টাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়! মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরা হার্দিক পান্ডিয়াকে খোঁচা শুভমান গিলের

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব [অধিনায়ক], রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], জিতেশ শর্মা [উইকেটরক্ষক], রবীন্দ্র জাদেজা [সহ-অধিনায়ক], ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর