বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, BCCI বেঙ্গালুরুতে অবস্থিত তাদের সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এর কার্যকারিতা পর্যালোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, শুক্রবার মুম্বাইতে এই সংক্রান্ত বৈঠক সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন BCCI সচিব দেবজিৎ সাইকিয়া থেকে শুরু করে বোর্ড সভাপতি মিঠুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং CoE-র ক্রিকেট প্রধান ভিভিএস লক্ষ্মণ সহ বোর্ডের অন্যান্য উচ্চ আধিকারিরা। ওই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বড় সিদ্ধান্তও নেওয়া হয়।
BCCI-এর গুরুত্বপূর্ণ বৈঠক:
ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া PTI-কে জানিয়েছেন যে, বৈঠকে CoE-র কার্যক্রম, প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গত বছরের এপ্রিলে CoE সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু, বর্তমানে হেড অফ এডুকেশন এবং হেড অফ স্পোর্টস সাইন্সের মতো গুরুত্বপূর্ণ কারিগরি পদগুলি এখনও শূন্য রয়েছে। এদিকে, বৈঠকে ভারত এ এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলের ভবিষ্যতের সফরগুলি সহজতর করার জন্যও আলোচনা করা হয়েছে।
Had a fruitful meeting with VVS Laxman, Head of BCCI’s Centre of Excellence, in the presence of BCCI office bearers today at Mumbai. Reviewed current activities and charted the roadmap for the Centre’s future course, aimed at further strengthening India’s cricketing talent… pic.twitter.com/nw1PibqDV1
— Devajit LON Saikia (@lonsaikia) January 9, 2026
BCCI সচিন দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘আমরা CoE-তে শূন্য পদগুলি নিয়ে আলোচনা করেছি এবং শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বব্যাপী কারিগরি কর্মীর অভাব রয়েছে. তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদগুলি পূরণ করব।’
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত! ৩৮ বছর বয়সে প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার
তিনি আরও জানান ‘CoE-র প্রস্তুতি এবং পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য এটি একটি ভালো সময় ছিল। সেখানে ৩ টি মাঠে বিজয় হাজারে ট্রফি সহ অন্যান্য ম্যাচ আয়োজিত হচ্ছে। ভবিষ্যতে এ-দলের সফরসূচি কেমন হওয়া উচিত তা নিয়েও আমরা আলোচনা করেছি। অনেক সময় এ দল এবং সিনিয়র দল একই সময়ে একসঙ্গে সফর করে। আমাদের নিশ্চিত করতে হবে যে এটি যেন না ঘটে। ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য এ-টিমে সফর অপরিহার্য।’
আরও পড়ুন: বাড়েনি দাম, অথচ BSNL-এর এই ৪ টি রিচার্জ প্ল্যানে মিলছে Extra ডেটা, খুশি গ্রাহকরা
খেলোয়াড়দের জন্য CoE অত্যন্ত গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে, BCCI সেন্টার অফ এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সেখানে ৩ টি আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ রয়েছে। এছাড়াও, ১৬,০০০ বর্গফুটের জিমে স্লিপিং পড সহ সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। সেখানে ৪ টি অ্যাথলেটিক ট্র্যাক, একটি ২৫ মিটার সুইমিং পুল এবং অন্যান্য রিকভারি সুবিধা যেমন জ্যাকুজি, সনা, স্টিম বাথ এবং আন্ডারওয়াটার পুল স্পা রয়েছে। ফিজিওথেরাপি রিহ্যাব জিমও আছে। এছাড়াও স্পোর্টস সাইন্স এবং মেডিক্যাল ল্যাব রয়েছে। যেখানে খেলোয়াড়রা ট্রেনিং থেকে শুরু করে চোট রিকভার করার সুযোগ পান।












