বিশ্বকাপের আগে ৫ ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেললো BCCI! শেষ পরীক্ষা করবেন দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছে। শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ জয় এবং তারপর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে সমর্থকদের নতুন করে আশা দেখাচ্ছেন রোহিত শর্মারা। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দেন আমার আগে বিসিসিআই (BCCI) একটা বড় সিদ্ধান্ত নিল ভারতীয় দলকে নিয়ে।

কিছু নির্দিষ্ট ক্রিকেটারদের যাতে বিশ্বকাপের আগে অতিরিক্ত ম্যাচ খেলে কোনও সমস্যার আশঙ্কা না থাকে সেই কথা মাথায় রেখে কিছু ক্রিকেটারকে তৃতীয় ওডিআই ম্যাচের দলে রাখছে না টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হয়তো তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন।

ac kohli rohit

যে পাঁচজন ক্রিকেটারকে বিসিসিআই তৃতীয় ওডিআই এর জন্য বিশ্রাম দিয়েছেন তারা হলেন অক্ষর প্যাটেল, শুভমান গিল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া। এদের মধ্যে হার্দিক পান্ডিয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও দলের সঙ্গে ছিলেন না। তাকে একেবারে বিশ্বকাপে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। আর অক্ষর প্যাটেল এশিয়া কাপ চলাকালীন যে চোট পেয়েছিলেন তা থেকে এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন: ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মোক্ষম চাল? বিশ্বকাপে যোগ দেওয়ার আগে যাবতীয় পরিকল্পনা ভেস্তে গেল পাকিস্তানের

শার্দূল ঠাকুর এবং মহম্মদ শামি মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। ঠাকুর একেবারেই নিজের সেরা ছন্দে ছিলেন না। আর শামি অসাধারন বোলিং করেছেন। এশিয়া কাপে দেখা গিয়েছিল যে রোহিত শর্মা একাদশে শামির থেকে শার্দূলকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। কিন্তু বিশ্বকাপে সেই চিত্রটা বদলে যেতে পারে।

আরও পড়ুন: আশা ছিল না তাদের নিয়ে, কিন্তু এই ৩ তারকাই রোহিতকে বিশ্বকাপ জিতিয়ে হাসি ফোটাবে BCCI-এর মুখে!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তার কাছে সুযোগ ছিল আইসিসির ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে টপকে শীর্ষস্থানে পৌঁছে যাওয়ার। সেই জন্য সিরিজের শেষ ম্যাচে তাকে ৩০ রান করতে হতো। কিন্তু আপাতত তাকে সেই সুযোগ দিচ্ছে না বিসিসিআই। কিন্তু বিশ্বকাপে ওই কীর্তি গড়ে ফেলতে পারেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর