তারকা অলরাউন্ডার বাদ! গত ৬ বছরে মাত্র ৩টি ODI খেলা তারকাকে বিশ্বকাপের ভারতীয় দলে নিলো BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য ফাইনাল স্কোয়াড (Indian Squad) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। গত একমাস ধরে ভারতীয় দল (Indian Cricket Team) দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে ৫ ই সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিকভাবে যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষিত করেছিল বিসিসিআই, তাতে খুব বেশি পরিবর্তন আসেনি। একটি মাত্র পরিবর্তন এসেছে সেই দলে যা নিয়ে চর্চা চলছে। অক্ষর প্যাটেলের (Axar Patel) জায়গায় দলে এসেছেন অফস্পিনার রবি অশ্বিন (Ravi Ashwin)।

সকলেই জানেন যে গত কয়েক বছরে ভারতের ওডিআই দলের অংশ ছিলেন না অশ্বিন। টেস্ট ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করলেও ওডিআই ফরম্যাটে মূলত কুলদীপ-চাহাল জুটিকেই প্রাধান্য দেওয়া হতো। চাহাল অনেক আগেই বিশ্বকাপের দলে থাকার দৌড় থেকে ছিটকে গিয়েছেন। কুলদীপ যাদব গত দুই বছরে ভারতীয় দলের বাইরে থাকলেও সাম্প্রতিক অতীতে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নিয়েছেন।

কুলদীপের সঙ্গে জাদেজা এবং অক্ষরকে জুড়ে দিয়ে প্রাথমিকভাবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। তারপর অনেকেই প্রশ্ন করেছিলেন যে কেবলমাত্র একজন জেনুইন অফ স্পিনার নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপে নামা উচিত হচ্ছে কিনা। ফলস্বরূপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের আগে আয়োজিত ওডিআই সিরিজে দলে ফেরানো হয় রবি অশ্বিনকে।

ravi ashwin

আরও পড়ুন: ভারতীয় দলের সবচেয়ে বড় ২ দুর্বলতা এলো সামনে! বোলিং ও ব্যাটিং নিয়ে ভাবতে হবে রোহিতদের

দীর্ঘদিন পরে এই ফরম্যাটে সুযোগ পেয়েই নজর কাড়েন অভিজ্ঞ এই স্পিনার। রবীন্দ্র জাদেজার থেকে সিরিজের দুটি ম্যাচে অনেক বেশি ভালো বোলিং করেছেন অশ্বিন। আর এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। জানা গিয়েছে যে তার সুস্থ হয়ে উঠতে আরও তিন সপ্তাহ লেগে যাবে। ফলে নির্বাচকদের কাছে ভারতের বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড বাছতে গিয়ে অশ্বিনকে দলে নেওয়ার আর বাধা থাকে না।

আরও পড়ুন: ওর কোনও যোগ্যতাই নেই ODI খেলার! বিশ্বকাপের আগে এই তারকা সম্পর্কে BCCI-কে সতর্ক করলেন সেওবাগ

বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর