বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ওই টুর্নামেন্টে টানা ৩ টি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এদিকে, এশিয়া কাপ জয়ের পরও, ভারতীয় দল এখনও ট্রফি হাতে পায়নি। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI এই টুর্নামেন্ট থেকে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। মূলত, ১০০ কোটি টাকা আয় করেছে BCCI। এটি পাকিস্তানের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
BCCI কীভাবে এত আয় করল:
জানিয়ে রাখি যে, সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হওয়া এশিয়া কাপ BCCI-এর জন্য উল্লেখযোগ্য আয় এনেছে। TOI-এর রিপোর্ট অনুসারে, ওই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় বোর্ড প্রায় ১০৯.০৪ কোটি টাকা লাভ করেছে। মূলত, হোস্টিং ফি, টিভি রাইটস এবং ICC T20 বিশ্বকাপে অংশগ্রহণের কারণে এই বিপুল আয় অর্জিত হয়েছে। মিডিয়া রাইট থেকে বোর্ড ১৩৮.৬৪ কোটি আয় করেছে। এদিকে, এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৩ টি ম্যাচ খেলেছে এবং এটিও এই বিশাল আয়ের অন্যতম প্রধান কারণ।
রিপোর্ট অনুযায়ী, BCCI-এর ২০২৫-২৬ সালের বার্ষিক বাজেট অনুযায়ী, এই বছর বোর্ড প্রায় ৬,৭০০ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে।যদিও টানা দ্বিতীয় বছরের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ভ্যালু হ্রাস পেয়েছে। তবুও, BCCI-এর আর্থিক অবস্থান শক্তিশালী জায়গায় রয়েছে।
আরও পড়ুন: মাত্র ৬ মাসেই মিলেছে ৬২ শতাংশের রিটার্ন! ডিফেন্স সেক্টরের এই কোম্পানির স্টকে রকেটের গতি
IPL থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে BCCI: উল্লেখ্য যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় প্রতি বছর বৃদ্ধি পেলেও IPL থেকে তাদের উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে। রিপোর্ট অনুসারে ২০২৫ সালে IPL-এর ভ্যালু ছিল ৭৬,১০০ কোটি টাকা। যা গত বছরের পরিসংখ্যানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গত বছর, এটি ছিল ৮২,৭০০ কোটি টাকা। যার ফলে BCCI-এর প্রায় ৬,৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ইতিহাসে এই প্রথম! ভারতের গোল্ড রিজার্ভ অতিক্রম করল ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি, কী জানাল RBI?
এদিকে, এশিয়া কাপে জয়লাভের পরও টিম ইন্ডিয়া এখনও ট্রফিটি গ্রহণ করতে পারেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সভাপতি মহসিন নকভির জেদের কারণে, এশিয়া কাপের ট্রফিটি এখনও ACC অফিসে রয়েছে। কিন্তু, মহসিন নকভি এশিয়া কাপ থেকে BCCI-এর আয় থামাতে পারেননি।