বাংলা হান্ট ডেস্ক : গতকাল ২০০ এর উপর রান তুলেও ম্যাচ হেরেছে নাইট (Kolkata Knight Riders) ব্রিগেড। ঘরের মাঠে ম্যাচ হারার যন্ত্রণা যে অত্যাধিক সে তো বলাই বাহুল্য। এবার সেই ক্ষত শুকানোর আগেই নয়া সমস্যার মুখে কলকাতা। বড়সড় শাস্তির মুখে কলকাতা অধিনায়ক। সূত্রের খবর, শ্রেয়াসকে (Shreyas Iyer) দিতে হবে মোটা জরিমানা। কেন শাস্তির মুখে পড়লেন নাইট তারকা?
গতকাল ইডেনের মাঠে একাই দাপট দেখিয়ে গেলেন জস বাটলার। ছয় উইকেট হারিয়ে রাজস্থান যখন দিশেহারা ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন তিনি। একটার পর একটা চার, ছয় মেরে ম্যাচ তুলে নিয়ে গেলেন রাজস্থানের এই দাপুটে ব্যাটার। যার জেরে নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় নেয় কলকাতা। শাস্তিও মিলল মাঠেই।
গতকালকেই শেষ ওভারে শাস্তির মুখে পড়ে কেকেআর। শেষ ওভারে বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হয়েছিল নাইটদের। তবে সেই শাস্তিও নাকি পর্যাপ্ত নয়। এবার খবর, মোটা জরিমানার মুখে পড়েছেন শ্রেয়স। মূলত স্লো বোলিং-র কারণেই এই জরিমানা দিতে হবে কলকাতার অধিনায়ককে। এমনই নির্দেশ দিয়েছে BCCI।
আরও পড়ুন : ‘ঘরে ঢুকে মারব’, সন্ত্রাসীদের হুঁশিয়ারি মোদীর! ‘দখল দেব না’, খুল ছুট দিল আমেরিকা
তবে যেহেতু এই মরশুমে কেকেআর এমন ভুল প্রথম করেছে তাই কেবল অধিনায়ককেই জরিমানা গুণতে হবে। তড়ে ভবিষ্যতে এই ভুলের পুনরাবৃত্তি হলে গোটা দলকেই ভুগতে হবে বলে খবর। তৃতীয়বার এই ভুলের পুনরাবৃত্তি হলে জরিমানার অঙ্কও দ্বিগুণ করা হবে এবং একই সাথে অধিনায়ককে মাঠও ছাড়তে হবে। অর্থাৎ এবার থেকে শ্রেয়সকে আরও সাবধান হতে হবে সেকথা বলাই বাহুল্য।