পেনশনের পরিমাণ বাড়ছে প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারদের, ঘোষণা BCCI-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাইনে বাড়ছে বিরাট কোহলি, স্মৃতি মান্ধানা সহ আরো সমস্ত ক্রিকেটারদের। ১৩ ই জুন সোমবার এমনটাই ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। শুধু পুরুষ কিংবা মহিলা ক্রিকেটার নয়, মাইনে বাড়ছে প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারদেরও। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন যে ক্রিকেটার এবং আম্পায়ারদের মাইনের বিষয়টি খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

সৌরভ গাঙ্গুলী বলেছেন, “প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক অবস্থার দিকটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খেলোয়াড়রা খেলাটি প্রাণ এবং বোর্ড হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের খেলোয়াড় জীবন অতিবাহিত হওয়ার পর তাদের পাশে দাঁড়ানো। আম্পায়াররা সব সময় নেপথ্য নায়ক হিসেবে থেকে যান এবং বিসিসিআই তাদের অবদানকে অত্যন্ত গুরুত্ব দেয়।”

সম্মানীয় সচিব জয় শাহ বলেছেন, “প্রাক্তন ও বর্তমান তাদের ভালোমন্দের দিকে খেয়াল রাখাটা আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। পেনশনের পরিমাণ বৃদ্ধি করাটা তেমনই একটা পদক্ষেপ। এছাড়া বছরের পর বছর ধরে অডিও ক্রিকেটের উন্নতিতে আম্পায়ার আছে ভূমিকা রেখেছেন তাকে বিসিসিআই সম্মান জানায়। আমাদের নতুন প্রকল্পের মাধ্যমে ৯০০ জন এমন ব্যক্তি উপকৃত হবেন তাদের মধ্যে ৭৫ শতাংশের মাইনে ১০০ শতাংশ বাড়বে।”

বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল বলেছেন, “আজ বিসিসিআই যে জায়গায় পৌঁছেছে তার পেছনে প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারদের অবদান অনস্বীকার্য। আমরা আর অন্যের সাথে তাদের মাসিক পেনশন বৃদ্ধির বিষয়ে ঘোষণা করছি, যা তাদের ভালোর কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর