ভারতকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান, বার্তা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন কোন দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি হয় না দুই দেশ। শেষবার প্রায় 10 বছর আগে 2012 সালে দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই সিরিজে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে জয় পেয়েছিল মহম্মদ হাফিজরা। অদূর ভবিষ্যতে দুই দলের কোন দ্বিপাক্ষিক সিরিজ এর মুখোমুখি হওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা দুই দলকে মুখোমুখি দ্বিপাক্ষিক সিরিজে লড়াই করতে দেখার আশা এখনও ছাড়েনি তা বোঝা গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে।

প্রথম দুই ম্যাচে পাকিস্তান জিতে যাওয়ায় সিরিজের ফয়সালা ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। এই ম্যাচ শুধুমাত্র একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল। প্রসঙ্গত ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৯ রান বোর্ডে তুলেছিল পাকিস্তান। চার উইকেট নিয়েছিলেন পার্টটাইম স্পিনার নিকোলাস পুরান। কিন্তু তার সেই বোলিং পারফরম্যান্স বৃথা যায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩-০ ফলেই সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। মুলতানে এই ম্যাচ চলাকালীনই এমন একটি পোস্টের স্টেডিয়ামে চোখে পড়ে যা দেখে পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের মনের আশার কথা জানতে পারা যায়।

india vs pak

ম্যাচ চলাকালীন ক্যামেরাম্যান এক ভক্তর হাতে হাতে ধরা পোস্টারের উপর ফোকাস করতেই এই বিষয়টি সকলের নজরে আসে। ওই পোস্টারে লেখা ছিল যে “আমরা ভারতকে স্বাগত জানাতে তৈরি।” মাঝে পাকিস্তানের বোর্ড প্রধান রামিজ রাজা চেষ্টা করেছিলেন ভারত সহ আরো দুই দেশকে নিয়ে চতুর্দশী একটি টুর্নামেন্ট আয়োজন করার। কিন্তু আজকালকার ব্যস্ত বার্ষিক ক্রীড়া সূচি এর মাঝে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ আয়োজন করা প্রায় অসম্ভব এর সামিল। বলাই বাহুল্য সেই সম্ভাবনা খারিজ করে দেয় আইসিসি এবং বিসিসিআই।

তবে দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি না হলেও আইসিসির সমস্ত রকমের প্রতিযোগিতায় দুই দেশ বেশ কয়েকবার একে অপরের মুখোমুখি হয়েছে। সেই মুখোমুখি সাক্ষাতে ভারতের পাল্লা ভারি থাকলেও গত বারের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। তাছাড়াও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর