জমে গেল খেলা! এবার কুরশি হারাতে চলেছেন মহসিন নকভি? BCCI নিচ্ছে সবথেকে বড় পদক্ষেপ

Published on:

Published on:

BCCI is taking the biggest step regarding Mohsin Naqvi.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপ ইতিমধ্যেই সম্পন্ন হলেও বারংবার ওই টুর্নামেন্ট উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, এবার BCCI পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) সহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নকভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, BCCI-এর এহেন পদক্ষেপের কারণে মহসিন নকভি তাঁর পদ হারাতে পারেন। উল্লেখ্য যে, ২০২৫ সালের এশিয়া কাপ ট্রফিটি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মহসিন নকভি ক্রমাগত সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এখন, তাঁর পদও ঝুঁকির মধ্যে রয়েছে।

বড় পদক্ষেপের পথে BCCI:

এশিয়া কাপের ট্রফি নিয়ে বিতর্ক অব্যাহত: জানিয়ে রাখি যে, এশিয়া কাপের ট্রফিকে ঘিরে এখনও বিতর্কের রেশ জিইয়ে রয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, BCCI পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভিকে ACC সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছে। মূলত, মহসিন নকভির কর্মকাণ্ডের কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

BCCI is taking the biggest step regarding Mohsin Naqvi.

সম্প্রতি ACC-র একটি সভা সম্পন্ন হয়েছে। যেখানে BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা দাবি করেছেন যে, ট্রফিটি সরাসরি ভারতে হস্তান্তর করা হোক। তবে, নকভি এই বিষয়টি অস্বীকার করে বলেন যে, বিষয়টি আধিকারিক এজেন্ডায় ছিল না।

আরও পড়ুন: GST-র হারে সংশোধনের পরই নবরাত্রি জুড়ে জমিয়ে কেনাকাটা! তৈরি হল নয়া রেকর্ড

BCCI কী পদক্ষেপ নেবে: পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ওপিনিয়নের রিপোর্ট অনুসারে, BCCI এখন মহসিন নকভির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য সদস্য বোর্ডগুলির সমর্থন সংগ্রহ করছে। যাতে তাঁর পদ থেকে অপসারণের দাবি জানানো যায়। এক্ষেত্রে শ্রীলঙ্কা ভারতকে সমর্থন করছে বলে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করেছে। এমতাবস্থায়, এই ফলাফলে আফগানিস্তানের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুমান করা হচ্ছে। এখন এটাই দেখার BCCI কী মহসিন নকভিকে পদ থেকে অপসারণের জন্য পর্যাপ্ত ভোট পেতে সক্ষম হবে কিনা?

আরও পড়ুন: পিছিয়ে পড়ল ব্রিটেন-আমেরিকাও! বিশ্বের সবথেকে সস্তার ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত

পহেলগাঁও হামলা: জানিয়ে রাখি যে, গত এপ্রিল মাসে, পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। এরপর, ভারত অপারেশন সিঁদুর শুরু করে এবং পাকিস্তানে সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে,নাকেন্দ্রীয় সরকার ভারতীয় দলকে এশিয়া কাপে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল। এদিকে, ম্যাচে মুখোমুখি হয়ে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি। এছাড়াও, ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল মহসিন নকভির কাছ থেকে পদক এবং এশিয়া কাপ ট্রফি গ্রহণ না করায় বিতর্কের সৃষ্টি হয়।