মিলছে না ভারত সরকার ও ICC-র দাবি! ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামী বছর ওডিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেইবার বিশ্বচ্যাম্পিয়নের শিরোপাও জুটে ছিল ধোনির টিমের কপালে। ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে বলে ভারতের আইসিসি ট্রফি খরা কাটতে পারে বলেও অনেকে আশঙ্কা করেছিল। কিন্তু তারা দুঃখিত হবেন একটি খবর শুনলে।

খুব সম্ভবত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হারাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এইমুহূর্তে আইসিসির পলিসি এবং ভারত সরকারের নীতির জাঁতা কলে পড়ে রীতিমতো বেকারদায় বিসিসিআই। দুই পক্ষই যদি নিজেদের অবস্থানে শেষ পর্যন্ত অনর থাকে তাহলে হয়তো ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন আর সম্ভব হবে না বিসিআইয়ের পক্ষে।

ভারত সরকার সাধারণত দেশের মাটিতে বড় কোনও টুর্নামেন্ট আয়োজন করতে চাইলে সেই সংস্থার কাছ থেকে একটি নির্দিষ্ট কর নেয়। সেই কর দিতে আপত্তি রয়েছে আইসিসির। ২০১১ সালেও এই কর দিতে হয়েছিল তাদের। পরে সেই টাকা বিসিসিআইয়ের আইসিসি থেকে আগত শেয়ার থেকে কেটে নেওয়া হয়েছিল। ১৯০ কোটি টাকা হারিয়ে সেবার বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল বিসিসিআই।

১২ বছর আগেই সেই সময় ভারত সরকার কর নিতো ১০.৯২ শতাংশ হারে। বর্তমানে সেই ঘরের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে টুর্নামেন্ট আয়োজনের মূল খরচের ২১.৮৪ শতাংশ। এত বৃহৎ পরিমাণ করের বোঝা যদি বিসিসিআইয়ের লাভের অংশ থেকে কেটে নেওয়া হয় তাহলে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে তারা। তাই আপাতত ততই বছর অবস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

এর পাশাপাশি রয়েছে পিসিবির হুমকিও। ভারত যদি আগামী বছর পাকিস্তানের মাটিতে আয়োজিত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে পা না রাখে, তাহলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। যদিও এই ব্যাপারটিকে বড় সমস্যা হিসেবে দেখতে নারাজ বিসিসিআই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর