বাংলা হান্ট ডেস্ক: এবার কমতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বার্ষিক বেতন? সম্প্রতি এমন একটি আপডেট সামনে এসেছে যেটির পরিপ্রেক্ষিতে এই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। ওই আপডেট অনুযায়ী, রোহিত এবং বিরাট পূর্বের তুলনায় ২ কোটি টাকা কম বেতন পেতে পারেন। জানিয়ে রাখি যে, BCCI অ্যাপেক্স কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আগামী ২২ ডিসেম্বর সম্পন্ন হবে। যেখানে তারকা ভারতীয় খেলোয়াড়দের চুক্তি এবং ঘরোয়া ক্রিকেটে মহিলা ক্রিকেটারদের চুক্তি সংশোধন করা হবে।
বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI:
রোহিত এবং বিরাটের গ্রেড নিয়ে আলোচনা হতে পারে: PTI-এর এক রিপোর্ট অনুসারে, BCCI-এর অ্যাপেক্স কাউন্সিলের সাধারণ সভা অনলাইনে সম্পন্ন হবে। যেখানে টেস্ট এবং T20 থেকে অবসর নেওয়া রোহিত এবং বিরাটকে A+ গ্রেডে রাখা উচিত নাকি তাদের ডিমোট করে A গ্রেডে রাখা উচিত তা নিয়ে আলোচনা দেখা যাবে।

গ্রেড পরিবর্তন হলে বেতন কমবে: রিপোর্ট অনুসারে, রোহিত এবং বিরাটের ডিমোশন হতে পারে। এর অর্থ হল তাঁদের A+ থেকে A গ্রেডে নামানো হতে পারে। যা তাদের বার্ষিক বেতনের ওপরেও প্রভাব ফেলবে। BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্টের অধীনে, A+ গ্রেডের খেলোয়াড়রা বার্ষিক ৭ কোটি টাকা বেতন পান। যা বর্তমানে রোহিত এবং বিরাট পাচ্ছেন। কিন্তু, সংশোধনীর পর যদি তাঁরা A গ্রেডে আসেন, তাহলে তাঁদের বেতন হবে ৫ কোটি টাকা। অর্থাৎ, ২ কোটি টাকা বেতন কমতে পারে।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন! সিনিয়র সিটিজেনদের জন্য বড় সুখবর
শুভমান গিল হতে পারেন লাভবান: PTI-এর এক রিপোর্ট অনুসারে, শুভমান গিল এই গ্রেডে পদোন্নতি পেতে পারেন। গিল ৩ টি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেন এবং বর্তমানে BCCI-র সেন্ট্রাল কন্ট্রাক্টের অধীনে অধীনে গ্রেড A-তে রয়েছেন। এমতাবস্থায়, ২২ ডিসেম্বরের সাধারণ সভাও তাঁর গ্রেড বাড়ানোর বিষয়ে বিবেচনা করার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হল গিলকে A গ্রেড থেকে A+ গ্রেডে উন্নীত করা হতে পারে।
আরও পড়ুন: দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান! আর্জেন্টিনাকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল ভারত
যদি এটি ঘটে, তাহলে স্পষ্টতই তিনি লাভবান হবেন। কারণ, তাঁর বার্ষিক বেতন আরও ২ কোটি টাকা বৃদ্ধি পাবে এবং গিলের বেতন ৫ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৭ কোটিতে পৌঁছতে পারে।












