বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশজুড়ে ব্যাপক ভাবে করোনা সংক্রমণ হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাহাল হয়ে পড়েছে ভারতবর্ষ। ইতিমধ্যেই করোনা কেড়ে নিয়েছে অনেক ভারতবাসীর প্রাণ। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিসিসিআইয়ের অফিসিয়াল স্কোরার কে কে তিওয়ারির।
কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন কে কে তিওয়ারি। তারপর তাকে ভর্তি করা হয় এইমসে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তবে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জিততে পারলেন না তেওয়ারি মশায়। মৃত্যুর কাছে হার মানতে হল তাকে। গতকালই তার মৃত্যুর খবর জানিয়েছেন চিকিৎসকরা।
দিল্লির স্থানীয় ক্রিকেট কর্মকর্তা, দিল্লির স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের কর্মকর্তা এবং বিসিসিআইয়ের তরফ থেকে কে কে তেওয়ারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কে কে তেওয়ারির স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। বড় মেয়ে পেশায় আইনজীবী, ছোট মেয়ে বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং ছেলে এই মুহূর্তে সপ্তম শ্রেণীতে পড়ছে। বিসিসিআই তরফ থেকে উনার পরিবারকে সমস্ত রকম সাহায্যের কথা জানানো হয়েছে।