টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনতে চলেছে সৌরভ, টিম ইন্ডিয়াকে প্রস্তুত থাকার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে ভারতীয় বোর্ড বিসিসিআই (BCCI) চিত্র বদলাতে চলেছে। যখন টি ২০ ক্রিকেটের সূচনা হয়েছিল, তখন BCCI সতর্ক প্রতিক্রিয়া দিয়েছিল। এমনকি ২০০৭ এর ওয়ার্ল্ডকাপ খেলার আগে ভারত শুধুমাত্র একটি টি ২০ ম্যাচ খেলেছিল। ডিআরএস এর জন্য ভারত সর্বদা না করে এসেছিল। আর এখন ভারতীয় বোর্ড ডে/নাইট টেস্ট ম্যাচের থেকে দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) BCCI এর সভাপতি হওয়ার পর, এবার ডে/নাইট টেস্ট নিয়ে পরিবর্তন আসতে পারে। আগামী ২৩ অক্টোবর সভাপতির পদে দ্বায়িত্ব নেবেন সৌরভ গাঙ্গুলি।

23828159a73288265dc366ba06593301650de7f1

সৌরভ স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট ম্যাচ আয়োজন করার চিন্তা ভাবনা নিলে ভারত সেটির থেকে পিছু হটবে না। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন, ওনার কর্মসূচীতে ভারতীয় টিম দ্বারা ডে/নাইট ম্যাচ খেলার ইস্যু থাকবে। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করব। তবে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, সেটা এখনো বলা যাচ্ছেনা। তবে সবাই খুব শীঘ্রই সেটা জানতে পড়ে যাবে। একবার আমি কার্যভার সামলালে, সবাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করব।

4809682710bf18d2e3e1f93d148be1a1f284dd30

ভারতীয় দলের প্রধান কোচ গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে ডে/নাইট  টেস্ট ম্যাচ খেলার জন্য রাজি হয়েছিলেন। এরপর তিনি প্রশাসকদের কাছে চিঠি লিখে জানান, দল রাতে টেস্ট খেলার জন্য প্রস্তুত না। আর টিমকে ১২ থেকে ১৮ মাস সময় দিতে হবে রাতে গোলাপ বল দিয়ে খেলার জন্য।

যদিও এটাও শোনা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট ম্যাচ খেলার কোন নিয়ম নেই, আর কোচ রবি শাস্ত্রি আর অধিনায়ক বিরাট কোহলি রাতে টেস্ট ম্যাচ খেলার পক্ষে ছিলেন না। কিন্তু সৌরভ গাঙ্গুলি বলেন, এটা ধরে নেওয়া ভুল হবে যে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট ম্যাচ হবেনা। উনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডে/নাইট টেস্ট ম্যাচ হবে। অ্যাডিলেডে গোলাপ বল দিয়ে টেস্ট ম্যাচ খেলা হবে।”

dhoni ganguly m
MS Dhoni, captain, of India chats with Sourav Ganguly during the 3rd Paytm Freedom Trophy Series T20 International match between India and South Africa held at Eden Gardens Stadium in Kolkata, India on the 8th October 2015
Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) এর এক সিনিয়র আধিকারিক বলেন যে, যদি দুটি দল রাজি হয়, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে দিন রাতে খেলা যেতে পারে। আইসিসি এর আধিকারিক জানান, দুই দল রাজি হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দিন রাতে টেস্ট ম্যাচ এবং গোলাপি বল দিয়ে খেলার কোন সমস্যা থাকবেনা।

Koushik Dutta

সম্পর্কিত খবর