ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন নিয়ে সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে বড় বয়ান গৌতম গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গৌতম গম্ভীর আর বিতর্ক, দুটি যেন ক্রমশ সমার্থক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এর আগে অতীতে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে মুখ খুলে সেই ক্রিকেটারের ভক্তদের বিরাগভাজন হয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। সেই ক্রিকেটারদের তালিকায় ধোনি থেকে শুরু করে ছিল বিরাট কোহলির নামও। কিন্তু নিজের ঠোঁটকাটা স্বভাবটা কোনদিনই পাল্টাবেন না এটা যেন পণ করে রেখেছেন গৌতম গম্ভীর। এবার তিনি মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে বলেছেন ভারতীয় ক্রিকেটারদের কখনোই ফ্যান্টাসি লীগের এনডোর্স করা থেকে আটকানো সম্ভব নয় কারণ দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ই একটি ফ্যান্টাসি লীগের এনডোর্সমেন্ট করছেন। প্রাক্তন ভারতীয় তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ব্যাপার নিয়ে একটা স্থায়ী সিদ্ধান্তে পৌঁছানো উচিত বিসিসিআইয়ের।

গম্ভীর সাক্ষাৎকারে বলেন, “স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট যদি এই কাজ করেন তাহলে কোন জাতীয় দলের ক্রিকেটারকে আটকানোর অধিকার থাকে না কারোর। বোর্ড প্রেসিডেন্ট যদি নিজে নিশ্চিত করেন যে কেউ ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন কেউ করতে পারবে না তাহলে নিশ্চয়ই সবাই সেটা মানবে। কিন্তু সেই নির্দেশ একদম অফিসিয়াল হওয়া দরকার। ক্রিকেটারদের এই বিজ্ঞাপন বন্ধ করতে গেলে সেটার রাজ্যভিত্তিক নিয়ম করে কোন লাভ নেই।”

gautam gambhir 4

২০১১ ওডিআই বিশ্বকাপ ফাইনালের নায়ক সকলকে মনে করিয়ে দিয়েছেন যে আইপিএলের বেশিরভাগ স্পনসরশিপ এবং বিজ্ঞাপন আসে এই ফ্যান্টাসি লিগগুলি থেকে। সেটা নিয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা বোর্ডই ঠিক করবে। তবে আইপিএলের অধিকাংশ বিজ্ঞাপন এবং স্পনসরশিপ থেকে ক্রিকেটারদের আটকানো একটা বড় সিদ্ধান্ত হবে। ক্রিকেটারদের পক্ষে সেই কাজ করা উচিত নাকি উচিত নয় সেটার একটা স্পষ্ট নিয়ম দরকার।

ভারতের একাধিক রাজ্যে এই অনলাইন ফ্যান্টাসি অ্যাপগুলি নিষিদ্ধ। কিন্তু তা সত্বেও সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অনেক নামিদামি ক্রিকেটারকে এই অ্যাপগুলি এড করতে দেখা গিয়েছে। স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছে। এই বিষয়ে মন্তব্য করে সেই পুরনো বিতর্ক আরো একবার উস্কে দিলেন গৌতম গম্ভীর।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর