বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতবছর থেকেই এশিয়া কাপ (2023 Asia Cup) আয়োজন সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমস্যা দেখা গিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) প্রধান জয় শাহ (Jay Shah) সেই সময় মন্তব্য করেছিলেন যে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল (Indian Cricket Team) পাকিস্তানের মাটিতে পা রাখবে না। প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট (PCB) বোর্ড ব্যাপারটা নিয়ে প্রবল আপত্তি জানায় কিন্তু শেষ পর্যন্ত হার মেনে টুর্নামেন্টের বেশিরভাগ অংশ ভারতের সুবিধার জন্য শ্রীলঙ্কায় আয়োজন করতে রাজি হয় তারা।
যদিও টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ এখনও পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। তার মধ্যে একটি ম্যাচ হলো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান বনাম নেপাল ম্যাচের মধ্যে দিয়ে চলতি বছরের ওডিআই ফরমেটের এশিয়া কাপ আরম্ভ হবে। বিসিসিআই সচিব জয় শাহ-কে সেই উপলক্ষে পাকিস্তানের মাটিতে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুনে গিয়েছিল তাতে সম্মতি দিয়েছেন অমিত শাহ পুত্র। কিন্তু পরবর্তীতে তিনি সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন।
এরপরও অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি এশিয়া কাপের মতো টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বা ম্যাচের তিন বিসিসিআইয়ের কোনও সভাপতি উপস্থিত থাকবে না! এটা স্বীকার করতে কোনও বাঁধা নেই যে টুর্নামেন্টটি পাকিস্তানের আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্যা রয়েছে। কিন্তু এমন হাই ভোল্টেজ টুর্নামেন্টে বাকি দেশের ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠা উপস্থিত থাকবেন এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডের থেকে কেউ উপস্থিত থাকবে না, এই ব্যাপারটা একটু দৃষ্টিকটু দেখায়।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে এই ভারতীয় তারকাকে কড়া বার্তা BCCI-এর! এশিয়া কাপে ব্যর্থ হলেই বাদ যাবেন দল থেকে
কিন্তু শেষপর্যন্ত সেই জল্পনার অবসান ঘটেছে আশ্চর্যজনকভাবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কে অস্থিরতা থাকা সত্ত্বেও পাকিস্তানের মাটিতে ওই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে রাজি হয়েছেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি এবং বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে বিসিসিআইয়ের কিছু সূত্রের মতে এই খবর সত্যি নয়। তারা জানাচ্ছেন, “ভারতীয় বোর্ডের সদস্যদের এই মুহূর্তে পাকিস্তান যেতে গেলে ভারতীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর এই মুহূর্তে এমন মনে হয় না ভারতীয় সরকার সেই রকম কোনও অনুমতি আমাদের দিয়েছেন।”
আরও পড়ুন: ভারতীয় দলে নিজের জায়গা হারালেন কোহলি! BCCI হাতে পেলো নতুন ফিটনেস কিং
আসন্ন এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান আরও একবার একই গ্রুপে রয়েছে। সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে দুই দল ওই টুর্নামেন্টে তিনবার একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেতে পারে। ওডিআই বিশ্বকাপের আগে এর চেয়ে বেশি ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ আর কিছু হতে পারে না। দুই দলই সেটা মাথায় রেখে মাঠে নামবে।