সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল টিম ইন্ডিয়ার জয়ের ভিডিও, ইংরেজদের হারিয়ে বিপুল উচ্ছাস বিরাট বাহিনীর

বাংলা হান্ট ডেস্কঃ ৫০ বছর পর ওভালে অসম্ভব রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে ভারতীয় দল।বিশেষত প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হবার পর যেভাবে ম্যাচে ফিরে এসেছে তারা তা সত্যি এক চ্যাম্পিয়ন দলের পরিচয়। হেডিংলিতে হারের পর যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছিল বিরাটদের। বিশেষত যেভাবে চূড়ান্ত ফ্লপ করেছিল ব্যাটিং, তা নিয়ে খুশি ছিলেন না কেউই। ওভালে কিন্তু তেমন কোনো খামতি রাখতে দেননি ব্যাটসম্যানরা। অজিঙ্কা রাহানে ছাড়া প্রায় প্রত্যেকেই রান পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই জয়ের পর ২-১ ফলাফলে এগিয়ে যাওয়ায় এখন খুশি গোটা দল।

সমর্থকদের জন্য এবার সেই খুশির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো বিসিসিআই।ড্রেসিংরুমের এই ভিডিওতে দেখা যায় এই দুর্দান্ত জয় সেলিব্রেট করছেন প্রত্যেক খেলোয়াড়। বিরাট কোহলি, মহম্মদ শামি থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা প্রত্যেকেই খুশি। ভিডিওতে নিজেদের অনুভবের কথা সমর্থকদের সঙ্গে ভাগ করে নেন রোহিত শর্মা, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুর। রোহিত শর্মা বলেন, “আপনি যখন ইংল্যান্ডের মতো জায়গায় খেলছেন এবং সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে আছেন তখন স্বাভাবিক ভাবেই আমরা খুশি। এমন ফলাফল আমরা যেকোনও দিন গ্রহণ করতে রাজি।”

নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন শার্দুল ঠাকুরও। তিনি বলেন, “যেদিন আমি জানতে পারলাম যে আমি এই ম্যাচ খেলছি, সেদিন থেকেই মনে মনে ভেবে নিয়েছিলাম, আমি দলের জয়ে উল্লেখযোগ্য এমন অবদান রাখব, যা দলকে ম্যাচ জিততে সাহায্য করবে।” প্রসঙ্গত উল্লেখ্য, শার্দুল দুই ইনিংসে হাফ সেঞ্চুরি এবং দুটি উইকেট ছাড়া ভারত যে অনেকটাই পিছিয়ে পড়ত তা বলাই বাহুল্য।

https://twitter.com/BCCI/status/1435097997944127489?s=19

অন্যদিকে নয় মাস বাদে দলে ফিরে ছিলেন ভারতের তারকা পেশার উমেশ যাদব। পঞ্চম দিন উইকেট কতখানি কঠিন ছিল তা এদিন জানান তিনি। তিনি বলেন, আমরা জানতাম যে পঞ্চম দিনে পিচ একদম ফ্ল্যাট এবং আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। প্রত্যেক বোলারই ভালো বল করেছে। আমরা সঠিক লেংথে বল করেছি, আমরা জানতাম উইকেট আসবেই। এই ম্যাচ জেতার ফলে সিরিজে এখন কার্যত অজেয় ভারত। এখন ম্যানচেস্টার হারলেও সিরিজ হারের ভয় নেই বিরাট বাহিনীর। তবে ভারত অবশ্যই চাইবে ইংল্যান্ড থেকে ১৪ বছর পর সিরিজ জিতে ফিরতে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর