টিম ইন্ডিয়ার জার্সিতে এবার থাকবে বিশ্ববিখ্যাত এই সংস্থার নাম? দ্রুত সিদ্ধান্ত নিতে হবে BCCI-কে

Published on:

Published on:

BCCI to decide which company's name will be on Team India's jersey.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের ঠিক আগে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) স্পনসরশিপের সমস্যার মুখোমুখি হয়েছে। অনলাইন মানি গেমস নিষিদ্ধ করার আইন প্রবর্তনের কারণে টিম ইন্ডিয়ার বর্তমান টাইটেল স্পনসর ড্রিম-১১ পিছিয়ে এসেছে। এদিকে, BCCI সচিব দেবজিৎ সাইকিয়াও স্পষ্ট করে বলেছেন যে বোর্ড এবং ড্রিম-১১ মাঝপথে চুক্তিটি শেষ করে দিয়েছে এবং এই ধরণের কোম্পানিগুলির সঙ্গে স্পনসরশিপ চালানো হবে না। কিন্তু এখন এশিয়া কাপের আগে নতুন স্পনসর নির্বাচনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে BCCI। যদিও, ইতিমধ্যেই ৬৫,০০০ কোটি টাকারও বেশি আয়যুক্ত একটি কোম্পানির নাম সামনে আসছে।

BCCI-কে সিদ্ধান্ত নিতে হবে:

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপের প্রায় ২ সপ্তাহ আগে BCCI এবং ড্রিম-১১ স্পনসরশিপ চুক্তিটি শেষ করার সিদ্ধান্ত নেয়। এই চুক্তিটি ২০২৩ সালে শুরু হয়েছিল। যেটি ৩ বছরের জন্য করা হয়। যা পরের বছর অর্থাৎ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন অনলাইন গেমিং আইনের কারণে, ড্রিম-১১-এর মূল ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এই চুক্তি বড় ধাক্কা খেয়েছে। যার পরিপ্রেক্ষিতে, কোম্পানিটি এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, BCCI স্পষ্ট করে দিয়েছে যে, তারা আর এই কোম্পানি বা এই জাতীয় কোনও কোম্পানির সঙ্গে লেনদেন করবে না।

BCCI to decide which company's name will be on Team India's jersey.

টয়োটা মোটরস আগ্রহ দেখিয়েছে: এর ফলে ভারতীয় দলকে হয়তো কোনও স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে হতে পারে। কিন্তু ইতিমধ্যেই, বিখ্যাত অটোমোবাইল কোম্পানি টয়োটা মোটরস টিম ইন্ডিয়াকে স্পনসর করার আগ্রহ দেখিয়েছে। একটি রিপোর্ট অনুসারে, জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা ভারতীয় দলের টাইটেল স্পনসর হতে চায়। এই কোম্পানিটি টয়োটা কিরলোস্করের সঙ্গে একটি জয়েন্ট ভেঞ্চারের অধীনে ভারতে কাজ করে এবং গত অর্থবর্ষে এই সংস্থা ৫৬,৫০০ কোটি টাকারও বেশি আয় করেছে।

আরও পড়ুন: রিলায়েন্সের ৪৪ লক্ষ বিনিয়োগকারীর প্রত্যাশা হবে পূরণ? শুক্রবার “সারপ্রাইজ” দিতে পারেন আম্বানি

BCCI-কে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে: বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এত বড় কোনও কোম্পানি স্পনসরশিপে আগ্রহ দেখালে, BCCI এটি বিবেচনা করতে পারে। সম্প্রতি টয়োটা মোটরস ইংল্যান্ড ক্রিকেট দলের টাইটেল স্পনসরও হয়েছে। যদিও তার আগে এই সংস্থা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাথে যুক্ত ছিল।

আরও পড়ুন: সমুদ্রে আর নয় চিন-পাকিস্তানের “দাদাগিরি”, ভারতীয় নৌবাহিনীতে “এন্ট্রি” নিচ্ছে জোড়া যুদ্ধজাহাজ

রিপোর্ট অনুসারে, কেবল টয়োটাই নয়, একটি ফিন-টেক কোম্পানিও টিম ইন্ডিয়ায় টাইটেল স্পনসর হওয়ার বিষয়ে ইচ্ছে প্রকাশ করছে। তবে ওই কোম্পানির নাম এখনও প্রকাশ করা হয়নি। এমতাবস্থায়, শেষ পর্যন্ত BCCI কার সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে, তা আগামী সময়ে জানা যাবে। তবে, বোর্ড যদি স্পনসর ছাড়া এশিয়া কাপে খেলা এড়াতে চায়, সেক্ষেত্রে তাদের শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে।