ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মার মেয়াদ শেষ? চরম সিদ্ধান্ত নিলো BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট ফরম্যাটে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল অনেক আগেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) হারের পর এবার অনেকেই আর চাইছেন না রোহিতকে বৃহত্তর ফরম‍্যাটে ভারতীয় দলের (Team India) অধিনায়ক হিসেবে দেখতে। কিন্তু তাকে নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ একটা সুযোগ তাকে দিচ্ছে বিসিসিআই (BCCI)।

জুন মাসে ভারতীয় দল আর কোনও দ্বিপাক্ষিক সিরিজি খেলছে না। তারপর জুলাই মাসে তারা উড়ে যাবে ক্যারিবিয়ান ভূমে। সেখানে একটি টেস্ট টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওই টেস্ট সিরিজ হতে চলেছে রোহিত শর্মার অ্যাসিড টেস্ট। এমনিতে ওই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের পাঠানোর কথা ছিল না। কিন্তু পরিস্থিতির কারণে সম্ভবত কিছু বদল আসতে চলেছে পরিকল্পনা।

লোকেশ রাহুলের নেতৃত্বে হয়তো ওই সিরিজে মাঠে নামতো ভারতীয় দল। কিন্তু চোটের কারণে তিনি এখন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। আপাতত ওই সিরিজকেই রোহিতের অগ্নিপরীক্ষা হিসেবে দেখছে বিসিসিআই। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত নয় আর। ওই সিরিজে প্রত্যাশা মতো ফল না হলে পরবর্তী টেস্ট সিরিজেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

rohit test team

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ:

টেস্ট সিরিজ-
● ১২ – ১৬ ই জুলাই [প্রথম টেস্ট (ডমিনিকা)]
● ২০ – ২৪ শে জুলাই [দ্বিতীয় টেস্ট (ত্রিনিদাদ)]

এই সিরিজ শেষ হলে ২৭ শে জুলাই থেকে আরম্ভ হবে ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের ওই সিরিজ চলবে ১ লা আগস্ট অবধি। শেষ হওয়া মাত্রই ৩ তারিখ থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ। মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ১৩ই আগস্ট শেষ টি-টোয়েন্টির মাধ্যমে এই সফরটি শেষ হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর