বাদ শ্রেয়স, ঈশান! কঠোর সিদ্ধান্ত BCCI-র, কপাল খুলল পন্থের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই BCCI (Board of Control for Cricket in India, BCCI) ২০২৩-২৪ সালের জন্য খেলোয়াড়দের চুক্তির তালিকা প্রকাশ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, BCCI একটি বড় সিদ্ধান্ত নিয়ে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানকে (Ishan Kishan) চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বিভিন্ন গ্রেডের মধ্যে একটিতেও স্থান দেয়নি।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই এই দুই খেলোয়াড়কে নিয়ে জল্পনা চলছিল যে, বোর্ড তাঁদের আচরণে খুশি নয়। এমতাবস্থায়, কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁদের বাদ দেওয়ার বিষয়টিকে নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে দলে থাকা সত্ত্বেও ঈশান কিষান তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এদিকে, শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট ম্যাচ খেলে দলের বাইরে চলে যান।

https://twitter.com/BCCI/status/1762816089862398354?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762816089862398354%7Ctwgr%5Ecd9bc7aa7fa5a0938967663c3ff3df24c9daab8e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Fsports%2Fcricket%2Fbcci-announces-annual-player-retainership-team-india-senior-men-ishan-kishan-and-shreyas-iyer-terminated-2024-02-28-1027163

KL রাহুলের প্রমোশন: BCCI-এর তরফে প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা অনুযায়ী জানা গিয়েছে, সেখানে KL রাহুলের পদোন্নতি হয়েছে। তিনি গতবার কেন্দ্রীয় চুক্তিতে “B” গ্রেডে ছিলেন। এখন তিনি “A” গ্রেডে জায়গা পেয়েছেন। এদিকে, গতবারের মতো এবারেও A+ গ্রেডে কোনো পরিবর্তন দেখা যায়নি।

আরও পড়ুন: লুকিয়ে ছিল গভীর সমুদ্রে, খুঁজে বের করলেন বিজ্ঞানীরা! উদ্ধার ২৪০ মিলিয়ন বছরের পুরনো চাইনিজ ড্রাগন

সেখানে অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, “A” গ্রেডে, KL রাহুলের সাথে, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: রজত পাতিদার নয়, বরং শেষ টেস্টে দল থেকে বাদ পড়বেন এই তারকা খেলোয়াড়! কি সিদ্ধান্ত BCCI-র?

“B” গ্রেডে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ: গত এক বছর মাঠের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ গতবারে “A”গ্রেডের অংশ ছিলেন। তিনি গ্রেড “B”-তে জায়গা পেয়েছেন। পন্থ ছাড়াও ওই ক্যাটাগরিতে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালের নাম রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BCCI দ্বারা জারি করা এই বার্ষিক চুক্তির সময়সীমা হল ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর