ব্যাটারদের বিরুদ্ধে মারাত্মক সিদ্ধান্ত, অলরাউন্ডারদেরও মাথায় হাত! ৫টি বড় ঘোষণা BCCI-র

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অতীতের ব্যর্থতা ভুলে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার জন্য প্রয়োজন নতুন চিন্তা-ভাবনা। এখন সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব, তাই ভারত তার জন্য আগে থেকেই যাতে প্রস্তুত থাকতে পারে, সেটাই নিশ্চিত করার চেষ্টা করছে বিসিসিআই। তাই সদ্যসমাপ্ত অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ৫ টি বড় ঘোষণা করেছে বিসিসিআই (BCCI), যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নির্ধারণ করতে চলেছে।

প্রথমত ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের অবসরপ্রাপ্ত সহ সকল খেলোয়াড়দের বিদেশী টি-টোয়েন্টি লিগে খেলার জন্য একটি নীতি তৈরি করবে বলে ঠিক করেছে। এই নীতির ভিত্তিতে ঠিক করা হবে যে ঠিক কোন কোন খেলোয়াড় বাইরের লিগে খেলতে পারবে এবং কারা খেলতে পারবে না। এতদিন অবধি ভারতীয় ক্রিকেটারদের সম্পূর্ণ অবসরের নেওয়ার পরই বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হতো।

বিসিসিআই ২০২৩ সালের সেপ্টেম্বরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা উভয় দলকেই পাঠাবে। কিন্তু যেহেতু আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এবং এশিয়ান গেমসের সময়সূচী ক্ল‍্যাশ ঘটায় বিসিসিআই এশিয়ান গেমসে খেলার জন্য যারা বিশ্বকাপের অংশ হবেন না, শুধুমাত্র এমন খেলোয়াড়ই নির্বাচন করবে।

ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী ট্রফির আসন্ন মরশুমে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যবহার করবে বিসিসিআই। তবে আইপিএল থেকে এখানে দুটি পরিবর্তন করা হবে। প্রথমত, টসের আগে দলগুলোকে তাদের প্রথম একাদশ বাছাই করতে হবে ৪ জন অতিরিক্ত খেলোয়াড় সহ।

দ্বিতীয়ত দলগুলি ম্যাচ চলাকালীন যে কোনও সময় ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে পারে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির শেষ মরশুমে, একটি দল ইনিংসের ১৪ তম ওভারের আগে কেবল একজন ইম্প্যাক্ট খেলোয়াড়কে ব্যবহার করতে পারে এমন নিয়ম ছিল। তবে নতুন নিয়মটি অলরাউন্ডারদের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বিসিসিআই আসন্ন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ব্যাট এবং বলের মধ্যে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে ওভার প্রতি দুটি বাউন্সার ব্যবহারের অনুমতি দেবে বলে শোনা যাচ্ছে। স্পষ্টতই এতে বোলারদের বাড়তি সুবিধা হবে। তবে ডেথ ওভারে টার্গেট তাড়া করতে নামা দলের ব্যাটারদের জন্য নিয়মটা বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর