বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজের প্রায় ২৪ বছরব্যাপী আন্তর্জাতিক ক্রিকেট জীবনে নিজেকে ক্রিকেটের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। দেশকে একাধিক সম্মান এনে দিয়েছেন তিনি। তিনি অবসর নেওয়ার পর অনেকেই জানতে পেরেছেন যে তার ছেলেও ক্রিকেটের প্রতি আগ্রহী কিন্তু অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar) একজন ব্যাটার নন, তিনি হচ্ছেন একজন বাঁ-হাতি মিডিয়াম পেসার।
গত আইপিএলে তিনি ভালো পারফরম্যান্স করেছিলেন ঠিকই। তারপরেই অর্জুন টেন্ডুলকারকে ২৪শে জুলাই থেকে শুরু হওয়া দেওধর ট্রফির জন্য মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চলের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরেও অর্জুন টেন্ডুলকারকে আগস্টে বিসিসিআই কর্তৃক আয়োজিত অলরাউন্ডারদের জন্য বিশেষ ক্যাম্পের অংশ হতেও দেখা যাবে।
এটি বিসিসিআইয়ের একটি আগামীর পরিকল্পনার অংশ। বিসিসিআই সেই ফাস্ট বোলারদের উপর নজর রাখবে যাদের আগামী সময়ে সাদা বলের ফরম্যাটে সফল ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। ওডিআই বিশ্বকাপের পর ভারতের মূল দলে বেশ কিছু পরিবর্তন ঘটবে। বেশ কিছু সিনিয়র ক্রিকেটার নিজেদেরকে কয়েকটি ফরম্যাট থেকে সরিয়ে নেবেন কেরিয়ার দীর্ঘায়িত করার উদ্দেশ্য। তখন এই নতুন প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ হতে পারে ভারতের জার্সিতে।
যদি অনেকেই মনে করেন অর্জুন টেন্ডুলকার এখন ভারতীয় দলের সুযোগ পাওয়ার ধারে কাছেও নেই। তবে দেওধর ট্রফিতে যদি সুযোগ প্রান্তে নেই তাহলে ভালো পারফরম্যান্স করে দেখাতে পারলে তার নামটা হয়তো ধীরে ধীরে আলোচনা আসতে শুরু হতে পারে। আইপিএলে রোহিত শর্মা সব সময় তাকে এমন সময় বল পড়িয়েছেন অত্যন্ত বেশি চাপ থাকে না।
ভবিষ্যতে ভারতীয় দলের সুযোগ পাওয়ার ধারে কাছে আসতে গেলে নিকিন জোস, হর্ষিত রানা, নিশান্ত সিন্ধু এবং সাই সুদর্শনের মতো তরুণ তারকাদের মতই অর্জুন টেন্ডুলকারকেও এই সমস্ত টুর্নামেন্টগুলোতে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তিনি আগেই ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে মুম্বাই ছেড়েছেন যাতে নিয়মিত খেলার সুযোগ পান। দেওধর ট্রফি তার সামনে একটা বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে।