দেশজুড়ে করোনা সংক্রমন দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই করোনা ভাইরাসের কারণেই এই বছর আইপিএল হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপরদিকে এই বছর যদি আইপিএল না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধূমল আগেই জানিয়েছিলেন এই বছর আইপিএল না হলে প্রায় চার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর এমন সময় কিছুটা হলেও ভারতীয় বোর্ডের জন্য সুখবর এল, চার বছর আগের দুর্নীতি মামলায় জয় পেল বিসিসিআই। আর এই মামলায় জয়ের ফলে 850 কোটি টাকা আসতে চলেছে বিসিসিআই এর কোষাগারে। যা কিছুটা হলেও আইপিএল না হওয়ার ফলে যে আর্থিক ক্ষতি হত তাতে প্রলেপ দেবে।
2010 সালে আইপিএল কমিশনার থাকাকালীন লোলীত মোদি ভারতের বাইরে আইপিএল সম্প্রচারের জন্য ওয়ার্ল্ড স্পোর্টস গ্রূপের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিছু না জানিয়েই প্রায় 800 কোটি টাকার এই চুক্তি হয়। এমনকি এই চুক্তির বিষয়ে কোন প্রকার তথ্য ছিল না আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছেও।
কিন্তু লোলিত মোদিকে আইপিএল কমিশনারের পদ থেকে সরানোর পর ওয়ার্ল্ড স্পোর্টস গ্রূপের কাছ থেকে আইপিএল সম্প্রচারের স্বত্বা কেড়ে নেন তৎকালীন বোর্ড কর্তা এন শ্রীনিবাসন। তারপরে সেই সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রায় দশ বছর পর সেই মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ে বিসিসিআইএর জয় হয়েছে। মামলার জয়ের ফলে 800 কোটি টাকার পাশাপাশি সাত বছরের সুদ সহ মোট 850 কোটি টাকা পেতে চলেছে বিসিসিআই।