বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে আরম্ভ হয়েছে চলতি আইপিএলের (IPL 2023) প্লে অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আজ ম্যাচ চলাকালীন একটা বিষয় হয়তো সকলেই খেয়াল করেছেন। ওভার চলাকালীন যে ডেলিভারিগুলিতে কোনও রান হচ্ছে না সেই বলগুলির জায়গায় জায়গায় গাছের চিহ্ন দেখানো হচ্ছে। অনেকের মনে এই নিয়ে প্রশ্ন উঠেছে যে এমনটা করা হচ্ছে কেন?
আসলে একটি বিসিসিআইয়ের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সেই উদ্যোগটির কথা দর্শকদের বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতিটা ডট বলের চিহ্ন হিসেবে গাছের চিহ্ন ব্যবহার করা হচ্ছে। জেনে নিন বিসিসিআইয়ের সেই সাধু উদ্যোগটি কি?
জানিয়ে দিয়েছে যে এই আইপিএলের প্লে অফ পর্বে যতগুলি ডট বল করতে পারবেন বোলাররা, সেই প্রত্যেকটি ডট বলের জন্য বিসিসিআই ৫০০টি করে চারাগাছ রোপন করবে। এই উদ্যোগটির প্রশংসা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।