হার্দিককে আর ভরসা নয়, এশিয়া কাপের দল ঘোষণার আগে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সামনেই রয়েছে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। ভারত সহ বাকি বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণকারী দলগুলির কাছে সেটি হতে চলেছে একটি প্রস্তুতির মঞ্চ। বেশ কিছু ভারতীয় তারকা যারা আপাতত বিশ্রামে রয়েছেন, তারা ফের একবার মাঠে ফিরবেন ওই টুর্নামেন্টের মধ্যে দিয়ে। আবার অনেক তরুণ ক্রিকেটার আছেন যারা এই মুহূর্তে ছন্দে রয়েছেন এবং সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করতে পারবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ভারতের জন্য সেরা স্কোয়াড কেমন হতে চলেছে তা খুবই সমস্যার বিষয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে।

হার্দিককে নিয়ে সন্তুষ্ট নয় বিসিসিআই:
এরই মধ্যে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে কিছুটা অসন্তুষ্ট বিসিসিআই-এর কর্মকর্তারা। তিনি ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন বেশ কিছুদিন ধরে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন যেহেতু তারকা ক্রিকেটাররা খেলছেন না তাই তিনি অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন। ওডিআই ফরম্যাটেও তিনি রোহিতের ডেপুটি।

   

ছেঁটে ফেলা হচ্ছে হার্দিককে:
সকলেরই মনে থাকবে যে চলতি বছরের শুরুর দিকে লোকেশ রাহুল ঠিকঠাক পারফরম্যান্স করতে না পারায় তাকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার বিশেষায় ঠিক একই কাজ করতে পেরেছে হার্দিক পান্ডিয়ার সাথে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে তার পারফরম্যান্স খুব একটা সুবিধার নয়। অধিনায়ক হিসেবেও দলকে তিনি সঠিকভাবে পরিচালনা করছেন এমনটা কেউ দাবি করতে পারবে না।

hardik west indies

আরও পড়ুন: কোহলি ভালো, কিন্তু…”, বিশ্বকাপের আগে আচমকাই ভারতীয় দল নিয়ে সরব গ্রেগ চ্যাপেল

নতুন ডেপুটি কে?
এখন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসেই যে যদি হার্দিককে এখনই সরিয়ে দেওয়া হয় তাহলে সে রোহিতের সহ অধিনায়কের দায়িত্বও কে পালন করবেন আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে। বিসিসিআইয়ের এক সুত্র মারফত এই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে আসন্ন এশিয়া কাপে রোহিতের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন যশপ্রীত বুমরা!

আরও পড়ুন: হাতে চাঁদ পেলো BCCI! চোট সারিয়ে ভারতীয় দলে ফিরছে এই ভয়ঙ্কর ব্যাটার, কাঁপছে বিপক্ষ দলগুলি

বুমরার অভিজ্ঞতা:
অতীতে ভারতীয় দলকে একটি টেস্ট ম্যাচে এবং বর্তমানে আয়ারল্যান্ডের অনভিজ্ঞ ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। হার্দিক কে সরিয়ে কাল এশিয়া কাপের দল গঠনের আগে একটি মিটিং হওয়ার কথা বিসিসিআই এর উচ্চপদস্থ কর্মী এবং ভারতীয় দলের অধিনায়ক ও কোচের মধ্যে। সেখানেই চূড়ান্ত করা হবে এই সিদ্ধান্ত, এমনটা শোনা যাচ্ছে। কিন্তু একটার মধ্যে মোট তিনজনকে রোপিতের সহ অধিনায়ক নিয়োগ করার ব্যাপারটা অনেকেই সহজ ভাবে নিতে পারছেন না। অনেকের মতে এতে ভারতীয় দলে স্থায়িত্ব আসবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর