বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি মা সরস্বতীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করে বসলেন বিহারের (Bihar) এক BDO। তার এই আপত্তিকর মন্তব্যের জেরে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ঘটনাটি ঘটেছে বিহারের জামুইয়ে। সম্প্রতি বিহারের এক BDO এমন এক মন্তব্য করেছেন যার জেরে মানুষ তাকে ক্ষমা চাইতে বলছেন।
সূত্রের খবর, গত শুক্রবার বিহারের জামুই (Jamui) জেলার ঝাঝা ব্লকে একটি বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল সরস্বতী পুজো (Saraswati Puja)। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও রবি কুমার (Ravi Kumar)। সেখানেই গ্রামবাসীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন বিডিও রবি কুমার। আর বক্তৃতা দিতে গিয়ে চরম আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি।
এইদিন তিনি বলেন, ‘আজকাল মানুষ মা সরস্বতীকে ‘মা’ হিসেবে কম, বৌদি হিসেবে বেশি দেখতে শুরু করেছে।’ তিনি বলেন, ‘মানুষ মা সরস্বতীকে তাদের তাদের বৌদি বানিয়ে ফেলেছে।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজনদের দাবি, এই মন্তব্যের কারণে BDO-র ক্ষমা চাওয়া উচিত। তিনি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
আরও পড়ুন : দশে দশ, সেরা নোংরা শহরের দৌঁড়ে সপ্তম বিধাননগর! স্বচ্ছ সর্বেক্ষণ রিপোর্টে তোলপাড় রাজ্য
যদিও বিডিও নিজের পক্ষে সাফাই দিতে গিয়ে বলেন, ‘আমার উদ্দেশ্য সেরকম ছিল না।’ তিনি আরও জানান যে, তিনি নিজে হিন্দু এবং নিজের ধর্মকে সম্মান করেন। তবে হালফিলে মানুষ পুজোর নামে যেসব অশ্লীল কাজ করে থাকে তার জন্যই এমন মন্তব্য করেছেন তিনি। মূলত মানুষকে বোঝানোর জন্যই এই উদাহরণের ব্যবহার করেছেন।
আরও পড়ুন : লোকসভা নির্বাচনের আগেই লাগু হয়ে যাবে CAA! বড় ঘোষণা খোদ অমিত শাহের
এই ঘটনা প্রসঙ্গে ডিএম বলেন বিডিওর কাছ থেকে উত্তর চাওয়া হবে। ডিএম রাকেশ কুমারের কথায়, ‘ভিডিওতে যা বলা হয়েছে তা সঠিক নয়। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে’। তিনি জানিয়েছেন, এ বিষয়ে BDO-কে জবাব দিতে হবে এবং উত্তর সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।