রংবেরং এর এই সুন্দর টিকটিকির দাম ৫০ লাখ! পাওয়া যায় ভারতেই

টিকটিকি (lizard) দেখে নি এমন মানুষ বোধহয় নেই। ঘরের দেওয়ালে বার বারই টিক টিক শব্দে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যায় এই সরীসৃপ। সাধারণত কম বেশী সকলেই এই প্রাণীটিকে ঘৃণা করেন। কিন্তু যদি আপনাকে বলি এমনও টিকটিকি আছে যার গায়ের রং হার মানাবে প্রজাপ্রতিকেও। হ্যাঁ, এমনও সুন্দর টিকটিকি রয়েছে। আর তার বাসা আমাদের থেকে খুব বেশী দূরে নয়, পড়শি রাজ্য বিহারেই।

images 96 3
সবচেয়ে দামি এই টিকটিকির নাম গেকো। যা সাধারণত ভারতের বিহার এবং নেভালের বনে পাওয়া যায়। সম্প্রতি, সীমান্ত পুলিশ এসএসবির 19 তম ব্যাটালিয়ন এই জাতের টিকটিকি সহ কিছু লোককে গ্রেপ্তার করেছে। বিশেষজ্ঞদের মতে এই টিকটিকিটি গুলির প্রতিটির দাম প্রায় 50 লক্ষ টাকা।

কিন্তু কেন এত দাম এই টিকটিকির? কি হয় এই টিকটিকি দিয়ে? এই টিকটিকি কি পোষা হয়? স্বাভাবিক ভাবে এই সব প্রশ্নই ঘুরছে এখন আপনার মাথায়। জানিয়ে রাখি, এই টিকটিকি পোষা হয় না। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব এশিয়ায় এই টিকটিকির চাহিদা প্রচুর। সেখানে এই টিকটিকির মাংস দিয়ে পুরুষত্ব বর্ধক ওষুধ তৈরির প্রচলন রয়েছে।

এই দামের জন্যই ব্যাপক হারে চোরা চালানের শিকার হচ্ছে এই টিকটিকি। চোরাকারবারের কারনে ইতিমধ্যেই এই টিকটিকির সংখ্যা কমে এসেছে ভারতে। সঠিক ভাবে রক্ষা না করতে পারলে হয়তো অন্যান্য অনেক প্রাণীর মতো আমাদের অপরিমিত লোভ ও স্বার্থের কারনে একদিন হারিয়ে যাবে এই সুন্দর টিকটিকিও।

 

 

সম্পর্কিত খবর