IPL-এ অধিনায়ক হয়ে মন জিতলেন শুভমান গিল! ২৬/১১-র শহীদদের পরিবারকে যা বললেন শুনলে অবাক হবেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আচমকাই তার চোখের সামনে নতুন বিশ্ব খুলে গেল। ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) তাকে নিয়ে অনেক আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সকলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কয়েকটি ভদ্রস্থ পারফরম্যান্স করলেও বেশিরভাগ সময়ই তিনি হতাশ করেছেন ভক্তদের। কিন্তু আসন্ন আইপিএলে (IPL 2024) গুজরাট টাইটান্সের (Gujrat Titans) জার্সিতে তার কাঁধে উঠছে একটি গুরুদায়িত্ব।

নতুন অধিনায়ক শুভমান:

হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের সঙ্গে নিজের যাবতীয় সম্পর্ক ছিন্ন করে ফিরে গিয়েছেন নিজের পুরোনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে। আর সেই ঘোষণা হওয়ার পরে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ২০২২ সালের আইপিএল বিজয়ীরা জানিয়ে দিয়েছে যে তাদের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন এই তরুণ ওপেনার। ঋদ্ধিমান সাহার সঙ্গে ইনিংস ওপেন করার পাশাপাশি এবার নেতৃত্বের ভারও কাঁধে তুলে নিতে হবে তাকে।

মানবিক শুভমান:

এই ঘোষণা আসতে পারে সেটা দু-তিন দিন আগে থেকেই আশঙ্কা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে এই ঘোষণার আগের রাতে শুভমান গিলের একটি কাজ সকলের মন জয় করে নিয়েছে। ভারতের ইতিহাসে কুখ্যাত ২৬/১১ জঙ্গি হানার সময় দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো শহীদদের সম্মানে আয়োজিত এক বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন এই তরুণ ভারতীয় ওপেনার।

আরও পড়ুন: বিশ্বকাপে হারলেও রিঙ্কুদের দাপটে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় জয় পেলো ভারত

শুভমান কি করলেন?

ইন্ডিয়া গেটে ওই শহীদদের পরিবারদের উপস্থিতিতে তাদের সম্মান জানানোর জন্য একটি বিশেষ ইভেন্ট আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটির আয়োজক দিব্যাজ ফাউন্ডেশন এই বিশেষ ইভেন্টের নাম রেখেছিল ‘গ্লোবাল পিস অনার্স’। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভমান গিল শহীদদের পরিবারের সঙ্গে বেশ নম্বর ভাবে কথা বলেন এবং যতজন অনুরোধ করেছিলেন তাদের প্রত্যেকের অনুরোধ রক্ষার্থে তাদের সঙ্গে ছবিও তোলেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের পর নিখোঁজ ছিলেন অধিনায়ক রোহিত! অবশেষে হিটম্যানকে নিয়ে পাওয়া গেলো বড় আপডেট

উপস্থিত ছিলেন বলিউডের তারকারাও:

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র শুভমান গিলই ছিলেন প্রথম সারির তারকা যিনি এই বিশেষ ইভেন্টটি-তে উপস্থিত ছিলেন। এছাড়াও বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা যেমন শাহরুখ খান, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফের মত ব্যক্তিত্বরা উপস্থিত থেকে সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানান।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর